এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক সহযোগিতা সংস্থার ২০০৭-এর উর্ধতন কর্মকর্তা সম্মেলনের চেয়ারম্যান বল্দিন স্পেনসার ৩ সেপ্টেম্বর সিডনিতে বলেছেন, এপেকের বিভিন্ন সদস্য বিশ্ব বাণিজ্য সংস্থার দোহা দফা আলোচনার যত তাড়াতাড়ি সম্ভব অগ্রগতি অর্জনের লক্ষ্যকে সমর্থন করে।
এপেকের উর্ধতন কর্মকর্তাদের সম্মেলনের পর অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে স্পেনসার বলেছেন, নতুন দোহা দফা বহুপক্ষীয় বাণিজ্যিক আলোচনা ৩ সেপ্টেম্বর জেনিভায় অনুষ্ঠিত হবে। "সময় অতি জরুরী বলে গত কয়েক সপ্তাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিভিন্ন সদস্যের আলোচনার ব্যাপারে অগ্রগতি অর্জনের জন্য প্রচেষ্টা চালানো উচিত। যাতে আলোচনা সুষ্ঠুভাবে চূড়ান্ত পর্যায়ে প্রবেশ করতে সক্ষম হয়।"
সম্মেলনে উপস্থিত একজন প্রতিনিধি জানিয়েছেন, এপেকের ১৫তম নেতৃবৃন্দের অনানুষ্ঠানিক সম্মেলনে অংশগ্রহণকারী নেতৃবৃন্দগণ বিবৃতি প্রকাশ করবেন। তাঁরা সক্রিয়ভাবে দোহা দফা আলোচনা ত্বরান্বিত করার প্রতিশ্রুতি দেবেন। যাতে এ বছরের মধ্যে চূড়ান্ত পর্যায়ের আলোচনা শুরু করা যায়। (ইয়ু কুয়াং ইউয়ে)
|