শাংহাই সহযোগিতা সংস্থার মহাসচিব বোলাট নুরগালিয়েভ ২ সেপ্টেম্বর বলেছেন, চীন শাংহাই সহযোগিতা সংস্থার সদস্য দেশগুলোর সুপ্রতিবেশীসুলভ বন্ধুত্বপূর্ণ সহযোগিতাকে গভীর করা এবং পারস্পরিক অর্থনৈতিক যোগাযোগ ত্বরান্বিত করার ক্ষেত্রে প্রধান ভূমিকা পালন করছে।
উত্তর-পশ্চিম চীনের উরুমুছি শহরে অনুষ্ঠিত "১৬তম উরুমুছি বৈদেশিক অর্থনীতি ও বাণিজ্য আলোচনা সভার" ফোরামে নুরগালিয়েভ এ কথা বলেছেন।
তিনি বলেছেন, শাংহাই সহযোগিতা সংস্থার সদস্য দেশগুলোর বিরাট অভিন্ন বাজার, সমৃদ্ধ খনিজ সম্পদ, ব্যাপক উত্পাদন ভিত্তি ও প্রবল প্রযুক্তির সুপ্ত শক্তি রয়েছে। অর্থনীতি ক্ষেত্রে পরস্পর পরস্পরের পরিপূরক। তাদের এক গুচ্ছ অভিন্ন প্রকল্প কার্যকর করার সামর্থ্যও আছে। যাতে বিভিন্ন দেশ তথ্য গোটা অঞ্চলের উন্নয়ন ও সমৃদ্ধি ত্বরান্বিত করা যায়। তিনি বলেছেন, শাংহাই সহযোগিতা সংস্থার অংশীদারি দেশ---ভারত, পাকিস্তান, ইরান, মঙ্গোলিয়া ও আফগানিস্তানের সহযোগিতার উজ্জ্বল ভবিষ্যত সম্ভাবনা রয়েছে। (ইয়ু কুয়াং ইউয়ে)
|