চীনে জ্বালানী সাশ্রয় ও বর্জ্য পদার্থ নিঃসরণ কমানো সংক্রান্ত একটি দেশব্যাপী অভিযান শুরু হয়েছে । এ উপলক্ষে প্রকাশিত চীনের পিপলস ডেইলি পত্রিকার একটি ভাষ্যে বলা হয়েছে , এ থেকে বোঝা যায় , চীন জ্বালানী সাশ্রয়ের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করছে ।
ভাষ্যে বলা হয়েছে , এ বছর চীনের অর্থনীতি১১ শতাংশেরও বেশি বৃদ্ধি পেয়েছে । জ্বালানী সাশ্রয় ও বর্জ্য পদার্থ নিঃসরণ কমানোর ব্যাপারেও ব্যাপক অগ্রগতি অর্জিত হয়েছে । কিন্তু এর পাশাপাশি এ বছরের প্রধমার্ধে চীনে যে সব শিল্প শিল্প প্রতিষ্ঠান বেশি জ্বালানী ব্যবহার করে ও অতিরিক্ত বর্জ্য পদার্থ নিঃসরণ করে , সে সব শিল্প প্রতিষ্ঠানও দ্রুতভাবে বিকশিত হয়েছে ।
অন্য আরেক খবরে প্রকাশ , শিল্প প্রতিষ্ঠানগুলোর জ্বালানী সাশ্রয় ও সংস্কারের কাজ সুষ্ঠুভাবে চালানোর ক্ষেত্রে এ বছর চীন সরকার ৭ বিলিয়ন ইউয়ান বরাদ্দ করবে । (থান ইয়াও খাং)
|