চীনের তৈরী ৬ লাখ কিলোওয়াট ক্ষমতাসম্পন্নপ্রথম কয়লা -চালিত বিদ্যুত্ উত্পাদনকারী যন্ত্র সম্প্রতি উত্তর- পূর্ব চীনের ইংখৌ বিদ্যুত্ উত্পাদনকারী কারখানায় আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে । এটাও হচ্ছে বিশ্বের দ্বিতীয় অনুরূপ বিদ্যুত্ উত্পাদনকারী যন্ত্র ।
এবারে চালু হওয়া বিদ্যুত্ উত্পাদনকারী যন্ত্র হচ্ছে এই কারখানার দ্বিতীয় পর্যায়ের প্রকল্পের তিন নম্বর যন্ত্র । এ থেকে বোঝা যায় , চীন বিশ্বের এমন কয়েকটি দেশের অন্যতম হয়েছে , যে দেশ ৬ লাখ কিলোওয়াট বিদ্যুত্ উত্পাদনকারী ক্ষমতার অধিকারী ।
ইংখৌ বিদ্যুত্ উত্পাদনকারী কারখানার পরিচালক বলেন , এবারে চালু হওয়া তিন নম্বর বিদ্যুত্ উত্পাদনকারী যন্ত্রের বৈশিষ্ট্যঃ কয়লা জ্বালানী সাশ্রয় এবং বর্জ্য পদার্থের নিঃসরণ কমানো । দ্বিতীয় পর্যায়ের প্রকল্পে ব্যবহার্য পানির সরবরাহ মেটানোর জন্য এই কারখানায় সামুদ্রিক পানির পরিবর্তে লবণমুক্ত পানি তৈরীর ব্যবস্থাও নেয়া ট হয়েছে । এর পাশাপাশি পরিবেশের দূষণ কমানোর জন্য সালফার ও বর্জ্য তরলমুক্ত প্রকৌশলও ব্যবহৃত হয়েছে । (থান ইয়াও খাং)
|