চীনের বেসামরিক প্রশাসন বিষয়ক মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা সম্প্রতি বলেছেন , বর্তমানে চীনে গ্রামীণ ন্যূনতম বীমা ব্যবস্থা গড়ে তোলার একটি অভিযান পুরোদমে দেশজুড়ে চলছে । অনুমান করা হচ্ছে , এ বছরের শেষ নাগাদ চীনে ন্যূনতম গ্রামীণ বীমা ব্যবস্থা সার্বিকভাবে চালু হবে এবং ন্যূনতম বীমাভোগীদের মধ্যে ন্যূনতম বীমার ভাতা পুরোপুরি বিতরণ করা হবে ।
জানা গেছে , এ বছরের জুলাই মাসের শেষ নাগাদ চীনের গ্রামাঞ্চলের যে সব অঞ্চলে ন্যূনতম বীমা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে , সে সব অঞ্চলের ন্যূনতম বীমাভোগীর সংখ্যা ২ কোটি ৩০ লাখ হয়েছে । অনুমান করা হচ্ছে , এ বছরের শেষ নাগাদ চীনে ন্যূনতম গ্রামীণ বীমাভোগীর সংখ্যা ৩ কোটিতে দাঁড়াবে ।
গত ২৮ বছরে চীনে ২২.৮ কোটি লোক দারিদ্র্যমুক্ত হয়েছে । চীনের দারিদ্র্য লোকসংখ্যার পরিমাণ ৩ কোটিতে নেমে এসেছে । এদের মধ্যে অধিকাংশই গ্রামাঞ্চলে বসবাস করেন । ২০০৫ সালে চীনের কয়েকটি প্রদেশেন্যূনতম গ্রামীণ বীমা ব্যবস্থা গড়ে তোলার কাজ শুরু হয় । ফলে কার্যকরভাবে চীনের গ্রামাঞ্চলের দারিদ্র্য লোকসংখ্যার অন্ন- বস্ত্র সমস্যা নিরসন করা হয়েছে । (থান ইয়াও খাং)
|