মধ্য এশিয়ার বৃহত্তম মেলা --২০০৭ সালের চীনের উরুমুছি আন্তর্জাতিক আর্থ-বাণিজ্যিক মেলা ১ সেপ্টেম্বর উত্তর-পশ্চিম চীনের সিন চিয়াংয়ের উরু মুছিতে শুরু হয়েছে ।
এবার মেলায় পণ্যদ্রব্যের প্রদর্শনী , পুঁজি বিনিয়োগ সংক্রান্ত আলোচনা এবং আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতার উচ্চ পর্যায়ের ফোরাম এই তিনটি ভাগ রয়েছে । রাশিয়া , কাজাকস্তান , সিংগাপুর , ভারত , অস্ট্রেলিয়া , ইরান , তুরস্ক ও মঙ্গোলিয়াসহ দশ বারোটি দেশ ও অঞ্চলের বিশটিরও বেশি প্রতিনিধিদল এতে অংশ নিয়েছে । বিদেশি ব্যবসায়ীদের সংখ্যা এক হাজারেরও বেশি ।
জানা গেছে , ১৯৯২ সালে শুরু হওয়ার পর থেকে এ বার পর্যন্ত ১৫ বার উরুমুছি মেলা আয়োজিত হয় । এখন এ মেলা উত্তর-পশ্চিম চীন এবং মধ্য-এশিয়ার বৃহত্তম বহুমুখী আন্তর্জাতিক মেলায় পরিণত হয়েছে । এ মেলা চীন ও বিশ্বের বিভিন্ন দেশের মধ্যকার আর্থ-বাণিজ্যিক সহযোগিতার একটি সেঁতুর ভূমিকা পালন করছে। (শুয়েই ফেই ফেই)
|