বিশ্ব স্বাস্থ্য সংস্থার আফ্রিকা কমিটির ৫৭তম অধিবেশন ৩১ আগষ্ট কংগোর রাজধানী ব্রাজাভিলে শেষ হয়েছে । অধিবেশনে গণ স্বাস্থ্য ক্ষেত্রেআফ্রিকার দেশগুলোর সহযোগিতা জোরদারের কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে । যাতে আফ্রিকান জনগণের চিকিত্সার অবস্থা উন্নত করা যায় ।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার আফ্রিকার কার্যালয়ের প্রধান লুইস গোমেজ সাম্বো সংবাদ সম্মেলনে ঘোষণা করেছেন , ২০০৮ ও ২০০৯ সালে কার্যালয়টির বাজেট দাঁড়াবে ১১০ কোটি মার্কিন ডলারে । এইডস , যক্ষ্মা, ডায়াবেটিস ও ম্যালেরিয়া সহ নানা সংক্রামক রোগ প্রতিরোধ ও চিকিত্সা সহ আফ্রিকা অঞ্চলের গণ স্বাস্থ্যের জন্য হুমকী জরুরী সমস্যার সমাধানে এই অর্থ ব্যবহার করা হবে ।
এবারের অধিবেশন ২৭ আগষ্ট শুরু হয়েছে । অধিবেশনে অংশগ্রহণকারীরা আফ্রিকার ক্ষতিসাধন করা নানা ধরণের সংক্রামক রোগ প্রতিরোধ , আফ্রিকান জনগণের চিকিত্সার অবস্থা উন্নত করা , চিকিত্সকদের প্রশিক্ষণ দেয়া এবং গণ স্বাস্থ্য ক্ষেত্রে আফ্রিকার দেশগুলোর বিনিময় ও সহযোগিতা সহ নানা বিষয় নিয়ে গভীরভাবে আলোচনা করেছেন । (চুং শাও লি)
|