চীনের স্বাস্থ্য মন্ত্রণালয় ১ সেপ্টেম্বর পেইচিংয়ে "স্বাস্থ্য সম্মত জীবনযাপন কর্মসূচী" শুরু করেছে। এতে সারা দেশের জনগণের স্বতঃস্ফুর্তভাবে স্বাস্থ্যকর জীবনযাপন করা এবং স্বাস্থ্যের গুণগত মান উন্নত করার আহ্বান জানানো হয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন, এ কর্মসূচী উপযুক্ত খাওয়া ও ব্যায়াম থেকে শুরু হয়। অধিবাসীদের দৈনন্দিন জীবন ও চাকরির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কিত ও সহজভাবে গ্রহণযোগ্য স্বাস্থ্যকর জীবনযাত্রার উপায় সংক্রান্ত প্রস্তাব করা হয়। সমাজ কেন্দ্র, স্কুল, হাসপাতাল ও শিল্প প্রতিষ্ঠানগুলোতে বৈচিত্র্যময় কার্যক্রমের আয়োজনের মাধ্যমে ব্যাপক অধিবাসীদের এতে সক্রিয় অংশগ্রহণে উত্সাহ দেয়া হবে। প্রতি বছর ১ সেপ্টেম্বর "স্বাস্থ্য সম্মত জীবনযাপন কর্মসূচী" দিবস নির্ধারিত হয়েছে।
চীনের আর্থ-সামাজিক উন্নয়নের পাশাপাশি জনগণের জীবনযাপনের মান দিন দিন উন্নতি হচ্ছে। ধূমপান, পানাসক্ত, শারীরিক শ্রমের অভাব এবং অযৌক্তিক খাওয়াসহ নানা অস্বাস্থ্যকর জীবনযাপনের অভ্যাসের কারণে উচ্চ রক্ত মেদ, চিনিযুক্ত রক্ত ও মোটা হওয়া সহ নানা রোগ চীনাদের স্বাস্থ্যের ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। (ইয়ু কুয়াং ইউয়ে)
|