 ৩১ আগষ্ট হচ্ছে মালয়েশিয়ার স্বাধীনতার ৫০ তম বার্ষিকী। সারা দেশে আনন্দময় পরিবেশে দিনটি উদযাপিত হয়।

এদিন সকাল আটটা থেকে কয়েক হাজার লোক রাষ্ট্র-প্রতিষ্ঠার ৫০ তম বার্ষিকী উদযাপনের জন্য মহাচত্বরে জড়ো হয়। শোভাযাত্রানুষ্ঠানের সময় মালয়েশিয়ার পাঁচটি জাতীয় পতাকা উড়িয়ে সামরিক বাহিনীর হেলিকপ্টারগুলোর স্বাধীন মহাচত্বর দিয়ে উড়ে যাওয়াকে অনুষ্ঠানের সূচনা হিসেবে গণ্য করা হয়। অনুষ্ঠানের পাঁচটি ভাগে মালয়েশিয়ার পাঁচ জন প্রধানমন্ত্রীর অবদানকে তুলে ধরা হয়েছে। ব্রিটেন, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, সিঙ্গাপুর এবং থাইল্যান্ডসহ বিভিন্ন দেশের প্রতিনিধিগণ এবারের উদযাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। (লিলি)
|