v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-08-31 19:05:52    
মূল-ভুভাগে তাইওয়ানের কৃষি দ্রব্যের একবার প্রদর্শনী

cri
 

   গত মাসের শেষ নাগাদ তাইওয়ান প্রণালীর দু'পারের কৃষি বিনিময় সমিতি এবং তাইওয়ান প্রদেশের কৃষি ফেডারেশনের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত "২০০৭ সালের তাইওয়ানের উচ্চ গুণগত মানসম্পন্ন কৃষি দ্রব্যগুলোর ভ্র্যাম্যমাণ প্রদর্শনী" মূল-ভুভাগের অনেক শহরে অনুষ্ঠিত হয়। এবারের ভ্র্যাম্যমাণ প্রদর্শনীর মাধ্যমে মূল-ভুভাগের ভোক্তারা আরো ভালোভাবে তাইওয়ানের উচ্চ গুণগত মানসম্পন্ন কৃষি দ্রব্যগুলোকে স্বীকৃতি দিয়েছেন। ফলে তাইওয়ানের কৃষি দ্রব্যগুলোর প্রভাব আরো সম্প্রসারিত হয়েছে এবং দু'পারের কৃষি বিনিময় ও সহযোগিতাও আরো ত্বরান্বিত করা হয়েছে।

    ২০০৭ সালের তাইওয়ানের উচ্চ গুণগত মানসম্পন্ন কৃষি দ্রব্যের ভ্র্যাম্যমাণ প্রদর্শনী ২০ থেকে ২৫ জুলাই যথাক্রমে মূল-ভুভাগের শাংহাই, নানচিং, ফুচৌ, উহান, কুয়াংচৌ এবং তালিয়ানসহ ছয়টি শহরে অনুষ্ঠিত হয়। তাইওয়ান প্রদেশের কৃষি ফেডারেশন, বিভিন্ন জেলা ও গ্রামের কৃষি ফেডারেশন এবং তাইওয়ানের কৃষি দ্রব্যের শিল্পপ্রতিষ্ঠানগুলো মূল-ভুভাগের স্বদেশবাসীদেরকে নিজেদের কৃষি দ্রব্যগুলোকে পরিচয় করিয়ে দেয়ার জন্য প্রদর্শনীতে যোগ দিয়েছে।

    প্রদর্শনীতে যোগদানকারী অনেক তাইওয়ানী প্রথমবারের মতো মূল-ভুভাগে এসেছেন। এবারের প্রদর্শনীর মাধ্যমে তারা মুখোমুখিভাবে মূল-ভুভাগের ভোক্তাদের সঙ্গে যোগাযোগের সুযোগ পেয়ে সত্যিকারভাবে মূল-ভুভাগের বাজার ও ভোগ্যের পরিবেশ অনুধাবন করতে পারেন। তাইওয়ানের নানথৌ জেলার ছেন চিওয়েই সংবাদদাতাকে বলেছেন, আমরা এখানে কিছু বাণিজ্যকি সুযোগ খুঁজে বের করছি। আমি এবারের প্রদর্শনীর মাধ্যমে মূল-ভুভাগের সঙ্গে সহযোগিতা করতে চাই।

 

    সংবাদদাতা এবারের প্রদর্শনীতে তাইওয়ানের নানা ধরণের মৌসুমী টাটকা ফল, সবজি এবং চা ,সামুদ্রিক পণ্য এবং বিন কার্ড দিয়ে তৈরী করা বিভিন্ন দ্রব্যসহ মোট চার শরও বেশী কৃষি দ্রব্য দেখেছেন। মূল-ভুভাগের ভোক্তারা যেন একটি বড় বাজারে প্রবেশ করেছেন। তালিয়ান শহরের প্রাথমিক স্কুলের গেনচি নামক একজন ছাত্র কৌতুহল নিয়ে তাইওয়ানের বিশেষ ফল পেয়ারার স্বাদ আহরণ করেছেন। সে বলেছে,

    এর স্বাদ খুব আশ্চর্য। আমি কখনও দেখিনি। আমি শুধু জানি, চায়নিস বইতে বলা হয়েছে, খুব সুস্বাদু এবং মিষ্টি।

  "কৃষি" হচ্ছে দু'পারের সহযোগিতার ক্ষেত্রে সবচেয়ে সুপ্ত শক্তিসম্পন্ন একটি বিষয়। ২০০৫ সালে মূল-ভুভাগ তাইওয়ানের প্রতি ধারাবিহক সুবিধাজনক নীতি জারি করার পর থেকে তাইওয়ানের কৃষি দ্রব্য ধাপে ধাপে মূল-ভুভাগের ভোক্তাদের স্বীকৃতি পেয়েছে। ২০০৭ সালে মূল-ভূভাগ আরো ২০টি সুবিধাজনক নীতি কার্যকরের কথা ঘোষণা করেছে। যদিও তাইওয়ানের কৃষি দ্রব্য ধাপে ধাপে মূল-ভুভাগের বাজারে প্রবেশ করছে, তবুও প্রবেশের সময় খুব লম্বা নয় বলে মূল-ভুভাগের জনগণের জন্য এসব দ্রব্য সুপরিচিত নয়। তাইওয়ান প্রদেশের কৃষি ফেডারেশনের মহা পরিচালক চাং ইয়ংছেং বলেছেন, এবারের প্রদর্শনীর সাফল্যের সঙ্গে অনুষ্ঠিত অবশ্যই মূল-ভুভাগে তাইওয়ানের কৃষি দ্রব্যের খ্যাতিক বাড়াবে। তিনি বলেন,

    একটি প্রদর্শনীর মাধ্যমে মূল-ভুভাগের শহরবাসীরা স্পষ্টভাবেই দেখেছেন, কী কী তাইওয়ানের উচ্চ গুণগত মানসম্পন্ন কৃষি দ্রব্য। আমি আশা করি, শহরবাসীরা সময় পেলে এবারের প্রদর্শনী পরিদর্শন করতে আসবেন।

    চীনের কৃষি মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেছেন, তাইওয়ানের কুষি দ্রব্যের সুষ্ঠু মান, উন্নততর কৃষি প্রযুক্তি ও বিজ্ঞানসম্মত ব্যবস্থাপনার অভিজ্ঞতার পাশাপাশি বৈদেশিক কৃষি পণ্যের বাজারের ব্যবস্থা আছে। পক্ষান্তরে মূল-ভুভাগের বৈচিত্রময় প্রাকৃতিক জ্বালানীসম্পদ, পূর্ণাঙ্গ বুনিয়াদী ব্যবস্থা এবং স্থিতিশীল বহুবিধ অর্থনৈতিক পরিবেশ আছে। এটি হচ্ছে দু'পারের সহযোগিতার ভিত্তি ও চালিকাশক্তি। দু'পারের কৃষি সহযোগিতা জোরদার করা দু'পারের কৃষি ব্যবস্থাপনার সুবিন্যস্ত ত্বরান্বিত করতে সক্ষম এবং অবেশেষে পারস্পরিক উপকারিতামূলক এবং পারস্পরিক পরিপূরক ও উভয়ের জন্য কল্যাণকর পরিস্থিতি বাস্তবায়িত হবে।

    এবারের প্রদর্শনীর একমাত্র সহায়তা গোষ্ঠী হিসেবে চীনের আমদানি ও রপ্তানি ব্যাংক দেখতে খুবই আকর্ষণীয়। অনেক বছর ধরে এই ব্যাংক দু'পারের শিল্পপ্রতিষ্ঠানগুলোর সহযোগিতার জন্য সুযোগ দিয়েছে এবং দু'পারের আর্থ-বাণিজ্যিক সহযোগিতায় অনেক অবদান রেখেছে। প্রায় দু'বছরের মধ্যে এই ব্যাংক তাইওয়ানের প্রতি দেশের নানা ধরণের সুবিধাজনক নীতি অনুসারে মূল-ভুভাগে তাইওয়ানী ব্যবসায়ীদেরকে অর্থ সংগ্রহের ক্ষেত্রে সমর্থন দিয়েছে। এবারের প্রদর্শনীতে এই ব্যাংক শাংহাই প্রদর্শনীর স্থানে পুঁজি সংগ্রহ সম্পর্কিত সংশ্লিষ্ট পরামর্শ দেয়ার জন্যে ষ্টল খুলেছে। চীনের আমদানি ও রপ্তানি ব্যাংকের লি চুনসিয়ান বলেন, এই ব্যাংক ভবিষ্যতি অব্যাহতভাবে তাইওয়ানের কৃষি দ্রব্যের উত্পাদনকারী শিল্পপ্রতিষ্ঠাগুলো এবং ব্যবসায়ীদেরকে পরিসেবা যোগাবে।

    দু'পারের কৃষি বিশেষজ্ঞরা বলেছেন, সাম্প্রতিক বছরগুলোতে দু'পারের সংশ্লিষ্ট পক্ষের নিরলস প্রচেষ্টার মাধ্যমে দু'পারের কৃষি বিনিময় তত্পরতা বরাবরই সুশৃঙ্খলভাবে চলচ্ছে এবং অনেক নতুন রূপ খুঁজে বের করা হয়েছে। এবারের প্রদর্শনী হচ্ছে মূল-ভুভাগে তাইওয়ানের কৃষি দ্রব্যের বিক্রী ত্বরান্বিত এবং বাজারের প্রভাব সম্প্রসারণের গুরুত্বপূর্ণ ব্যবস্থা। এটি কৃষি ক্ষেত্রে দু'পারের পারস্পরিক সহযোগিতা আরো সামনে এগিয়ে নিয়ে যেতে এবং যৌথভাবে বাণিজ্যিক সুযোগ ভোগ করতে সক্ষম। (লিলি)