প্রিয় শ্রোতাবন্ধুরা, সুদূর পেইচিং থেকে আপনাদের শুভেচ্ছা জানিয়ে আজকের চাওয়া পাওয়া অনুষ্ঠান শুরু করছি। আমি আপনাদের বন্ধু লিলি। প্রতি সপ্তাহের রবিবারে শ্রোতাবন্ধুদের সঙ্গে কথা বলার সুযোগ পেয়ে আমি খুব খুশি। আমি জানি, অনেক শ্রোতাবন্ধু আমাদের চাওয়া পাওয়াকেও খুব পছন্দ করেন। আপনাদের সমর্থনের জন্যে অনেক ধন্যবাদ।
বাংলাদেশের নাটোর জেলার চন্দ্রপুর গ্রামের উত্তরণ চায়না রেডিও ইন্টারন্যাশনাল লিসনার্স ক্লাবের ডিরেক্টর জেনারেল মো: মঞ্জুরুল আলল রিপন আমাদের অনুষ্ঠানে শিল্পী রবি চৌধুরীর কন্ঠে যে কোন একটি গান শোনার জন্যে অনুরোধ জানিয়েছেন। আচ্ছা, এখন আপনার অনুরোধ পূরণ করছি। সবাই একসঙ্গে "চরে নয়নে কান্দ মন"নামে গানটি শুনবো।
বাংলাদেশের রংপুর জেলার গুপ্তপাড়া গ্রামের হোসেন আবেদ আলী তাঁর চিঠিতে লিখেছেন, চাওয়া পাওয়া আসরে স্করপিয়ন-এর বিখ্যাত গান "WIND OF CHANGE"শোনাবার বিনিত অনুরোধ করছি। আচ্ছা, চলুন, বন্ধুরা, গানটি শোনা যাক।
বাংলাদেশের নওগাঁ জেলার গাইহান গ্রামের মো: ফিরোজ আহমেদ চাওয়া পাওয়াতে তিষ্মার কন্ঠে "রঙ্গিলা বন্ধুয়া" গানটি শুনতে চেয়েছেন। প্রিয় বন্ধু, আমি খুব খুশি গানটি আমার কাছে আছে। তাহলে সবাই মিলে গানটি উপভোগ করি।
বাংলাদেশের বগুড়া জেলার আটমুল আউড়া পাড়া ইন্টারন্যাশনাল রেডিও ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এম.শামসুল ইসলাম, গোলাপী ইসলাম, রহিমা আখতার পাখি চাওয়া পাওয়াতে মমতাজের কন্ঠে যে কোন একটি গান শুনতে চেয়েছেন। আচ্ছা, এখন আমি "মিথে তাসের ঘর"নামক মমতাজের গানটি শোনাচ্ছি। আশা করি সবাই পছন্দ করবেন।
আচ্ছা, প্রিয় শ্রোতাবন্ধুরা, আজকের চাওয়া পাওয়া এখানেই শেষ হল। শোনার জন্যে অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আবার কথা হবে আগামী সপ্তাহে। (লিলি)
|