৩১ আগস্ট ভারতের কেন্দ্রীয় পরিসংখ্যান ব্যুরোর প্রকাশিত এক পরিসংখ্যান থেকে জানা গেছে , উত্পাদন ও পরিসেবা শিল্পের দ্রুত উন্নয়নে ২০০৭ আর্থিক বর্ষের প্রথম তিন মাসে ভারতের অর্থনীতির প্রবৃদ্ধির হার ৯.৩ শতাংশে দাঁড়িয়েছে ।
পরিসংখ্যান থেকে আরো জানা গেছে , যদিও চলতি বছরের এপ্রিল থেকে জুন মাসে ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধি গত বছরের একই সময়ের ৯.৬ শতাংশের চেয়ে কম । তবে তা চলতি বছরের প্রথম তিন মাসেই ৯.১ শতাংশের চেয়ে বেশি । এর মধ্যে উত্পাদন শিল্প ১১.৯ শতাংশ বেড়েছে , আর পরিসেবা শিল্পও ১০.৬ শতাংশ বেড়েছে । কৃষির প্রবৃদ্ধি হার শুধু ৩.৮ শতাংশ হলেওতা অনুমানের চেয়েও ভালো । (শুয়েই ফেই ফেই)
|