 ৩০আগস্ট পাকিস্তানের ডন নিউস টি ভি কেন্দ্রেরখবরে প্রকাশ , বিদেশে নির্বাসিত পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ এ দিন টি ভি কেন্দ্রের সঙ্গে একটি সাক্ষত্কারে বলেছেন , তিনি ১০ সেপ্টেম্বর পাকিস্তান ফিরে আসবেন ।
জানা গেছে , পাকিস্তানের বিরোধী পার্টি মুসলিম লীগ লন্ডনে দু'দিনব্যাপী সম্মেলনের আয়োজন করেছে । ৩০ আগস্টের সম্মেলনে এ লীগের নেতা শরিফকে ১০ সেপ্টেম্বর দেশে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে । এর আগে ২৩ আগস্ট পাকিস্তানের সর্বোচ্চ আদালত শরিফকে দেশে ফিরে সংসদের নির্বাচনে অংশ নেয়ার অনুমোদন দিয়েছে ।
নওয়াজ শরিফ পাকিস্তানের প্রধানমন্ত্রীর পদে দু'বার নির্বাচিত হয় । ১৯৯৯ সালের ১২ অক্টোবর শরিফ স্থলবাহিনীর স্টাফ প্রধান পারভেজ মুশাররফের সব দায়িত্ব রহিত করেছেন , এর পরে মুশাররফ অভ্যুত্থান ঘটিয়ে দেশের ক্ষমতা গ্রহণ করেন । (শুয়েই ফেই ফেই)
|