মার্কিন ভোগ্যপণ্য নিরাপত্তা কমিটির কার্য-নির্বাহী কমিটির চেয়ারম্যান নান্সি নোর্ড ২৯ আগষ্ট বলেছেন, চীনের কিছু পণ্যের নিরাপত্তা সমস্যা নিয়ে বাণিজ্যিক বিরোধে পরিণত হওয়া হচ্ছে এক ধরণের বোকামী। পণগুলোর নিরাপত্তা সমস্যা শুধুমাত্র নিরাপত্তা ক্ষেত্রের সমস্যা এবং তা সম্প্রসারণ করা উচিত নয়।
নোর্ড এদিন এক প্রেস ব্রিফিংয়ের সময় তাঁর ভাষণে বলেছেন, বর্তমানে অনেক গণ মাধ্যমের চীনের খেলনায় সীসার মানদন্ড ছাড়িয়ে যাওয়ার উপর সীমাবদ্ধ রেখেছে। ভোগ্যপণ্য নিরাপত্তা কমিটি দেখেছে, চীনের কিছু পণ্যদ্রব্যের অসংগতি মার্কিন পক্ষের ডিজাইনের সঙ্গে জড়িত। এই কমিটি এই সমস্যা নিয়ে এখন তদন্ত করছে।
নোর্ড মনে করেন, চীনের খেলনা ফিরে গেছে এ ধরণের ঘটনার পর যুক্তরাষ্ট্র এবং চীন সেপ্টেম্বরের প্রথম দিকে ওয়াশিংটনে ভোগ্যপণ্যের নিরাপত্তা বিষয়ক দ্বিতীয় শীর্ষ সম্মেলন আয়োজনের পরিকল্পনা প্রণয়ন করেছে এবং সম্মেলনে সহযোগিতা চালানোর উপায় নিয়ে আলোচনা করবে।
নোর্ড আরো বলেন, তিনি নিজেই চীনের পণ্যদ্রব্য ব্যবহার করেন এবং চীনের পণ্যের গুণগত মানের উপর আশাবাদী। তিনি বলেন, যদিও চীনের কিছু পণ্যের নিরাপত্তা ও গুণগত মান জনিত সমস্যার কারণে ফিরে গেছে, তবুও মার্কিন ভোক্তারা চীনের পণ্য পছন্দ করেন। (লিলি)
|