জাপান সফররত চীনের কেন্দ্রীয় সামরিক কমিটির ভাইস চেয়ারম্যান, রাষ্ট্রীয় কাউন্সিলার ও প্রতিরক্ষামন্ত্রী ছাও কাং ছুয়ান ৩০ আগস্ট জাপানের প্রতিরক্ষামন্ত্রী কোমুরা মাসাহিকো'র সঙ্গে টোকিওতে বৈঠক করেছেন। দু'পক্ষ একমত হয়েছে যে দু'দেশের প্রতিরক্ষা ক্ষেত্রের বিনিময় এবং পারস্পরিক আস্থা আরো জোরদার করবে।
বৈঠককালে ছাও কাং ছুয়ান বলেছেন, চলতি বছর হলো চীন-জাপান কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক হওয়ার ৩৫তম বর্ষ। চীন ও জাপানের সম্পর্কের উন্নয়নে একটি সুযোগ এখন দৃষ্টির মধ্যে রয়েছে। তবে পাশাপাশি কিছু সমস্যা ও চ্যালেঞ্জও রয়েছে। তিনি জোর দিয়ে বলেছেন, তাই ওয়ান সমস্যা চীনের মূল্য স্বার্থের সঙ্গে জড়িত, চীন যথাসাধ্য চেষ্টা চালিয়ে তাইওয়ান সমস্যা শান্তিভাবে সমাধান করবে। চীন আশা করে, জাপান এ ব্যাপারে চীনের গভীর উদ্বেগকে লক্ষ্য করে এবং তিনটি রাজনৈতিক দলিল অনুসরণ করে এক-চীন নীতিতে অবিচল থাকবে। তাইওয়ানের সঙ্গে কোনো সরকারি বিনিময় করবে না এবং স্বাধীন তাইওয়ান প্রয়াসীদের কোনো ভুল সংকেতও পাঠাবে না।
কোমুরা মাসাহিকো বলেছেন, চীনের প্রতিরক্ষামন্ত্রী দশ বছর পর আবার জাপান সফর করছেন, তা জাপান-চীন নিরাপত্তা ক্ষেত্রের সমঝোতা, পারস্পরিক আস্থা এবং বিনিময়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দু'পক্ষ সহযোগিতা জোরদার করে কৌশলগত উপকারিতামূলক সম্পর্ক আরো সম্প্রসারণ করে দ্বিপাক্ষীয় সম্পর্কের সার্বিক উন্নয়নের জন্য প্রচেষ্টা চালাবে।তিনি আরো বলেছেন, জাপান তিনটি রাজনৈতিক দলিল অনুসরণ করবে এবং স্বাধীন তাইওয়ানের বিরোধিতা করে যাবে। (ইয়াং ওয়েই মিং)
|