চীনের জাতীয় মান তত্ত্বাবধান ও পর্যপেক্ষণ ব্যুরোর খাদ্যবস্তু উত্পাদন তদারকী বিভাগের মহাপরিচালক উ চিয়ান পিং বুধবার পেইচিংয়ে বলেছেন , চীনে যেসব খাদ্যবস্তু তৈরীকারী শিল্পপ্রতিষ্ঠান বাজারে প্রবেশাধিকারের যোগ্যতা পায় নি , সেসব শিল্পপ্রতিষ্ঠানকে কঠোরভাবে খাদ্যবস্তু উত্পাদন ও বিক্রির ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করা হবে ।
এদিন এ সম্পর্কিত এক প্রেস ব্রিফিংয়ে উ চিয়ান পিং বলেন , এ বছরের শেষ নাগাদ ১০০ শতাংশ খাদ্যবস্তু তৈরীকারী শিলপপ্রতিষ্ঠানকে খাদ্যবস্তু উত্পাদনের অনুমতিপত্র গ্রহণ করতে হবে ।
বর্তমানে চীনের ২৮ ধরণের ৫২৫টি খাদ্যবস্তু মানগত ও নিরাপদ হিসেবে বাজারে প্রবেশাধিকারের ব্যবস্থায় অন্তর্ভূক্ত হয়েছে । এখন চীনে মোট ১ লাখেরও বেশি খাদ্যবস্তু তৈরীকারী শিল্পপ্রতিষ্ঠান খাদ্যবস্তু উত্পাদনের অনুমতিপত্র লাভ করেছে ।
|