চীনের নগর পরিকল্পনা সমিতির চেয়ারম্যান চাও পাও চিয়াং বুধবার বলেছেন , সার্বিকভাবে " জলাশয়ের দূষণ নিয়ন্ত্রণ ও সংস্কার" নামক বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে চীন সরকার কয়েক বিলিয়ন ইউয়ান বরাদ্দ করবে ।
চীনের অন্তর্মংগোলিয়া স্বায়ত্তশাসিত অঞ্চলের ওরতোস শহরে অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রাকৃতিক স্বাস্থ্য সম্মেলনে ভাষণ দেয়ার সময় চাও পাও চিয়াং আরো বলেন , চীনে নগরায়নের গতি দ্রুততর হচ্ছে । শহর ও গ্রামের উন্নয়নের চাহিদার তুলনায় বহু শহর ও গ্রামের পানির পরিবেশ নিয়ন্ত্রণ সংক্রান্ত বুনিয়াদি ব্যবস্থার গঠনকাজ পিছিয়ে পড়েছে । এসব স্থানে খাবার পানির নিরাপত্তা নিশ্চিতকরণের কাজ আরো জোরদার করতে হবে ।
" জলাশয়ের দূষণ নিয়ন্ত্রণ ও সংস্কার" নামক বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত প্রকল্প ইতিহাসে সবচেয়ে বেশি পুঁজি বিনিয়োজিত একটি বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত প্রকল্প বলে বিবেচিত হচ্ছে ।
|