v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-08-30 18:40:52    
চীন  বিজ্ঞান ও প্রযুক্তি আইন সংশোধন করছে

cri
    দীর্ঘ তিন বছর পর চীনের বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতি সম্পর্কিত আইনের সংশোধন সংক্রান্ত খসড়া প্রস্তাব পর্যালোচনার জন্য সম্প্রতিজাতীয় গণ কংগ্রেসের স্থায়ী কমিটির কাছে দাখিল করা হয়েছে । খসড়া প্রস্তাবটিতে সরকারের দায়িত্ব নির্ধারণ করা , বিজ্ঞান ও প্রযুক্তি গবেষণা সম্পদের সমন্বয় করা , বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রের আর্থিক বরাদ্দ বাড়ানো এবং শিল্পপ্রতিষ্ঠানগুলোকে চীনের প্রযুক্তিগত মান উন্নত করার প্রধান শক্তিতে পরিণতসহ বেশ কয়েকটি ভাগ রয়েছে ।

    চীনের বিজ্ঞান ও প্রযুক্তির মান উন্নত করা সংক্রান্ত আইন ১৪ বছর আগে থেকে কার্যকর রয়েছে । গত ১৪ বছরে এই আইন চীনের বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে । কিন্তু চীনের আর্থ-সামাজিক উন্নয়নের সঙ্গে সঙ্গে বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতি ক্ষেত্রে অনেক সমস্যাও দেখা দিয়েছে । যেমন শিল্পপ্রতিষ্ঠানগুলোর প্রযুক্তিগত মান উন্নয়নের ক্ষেত্রে আর্থিক বরাদ্দের অভাব , বৈজ্ঞানিক ও প্রযুক্তিবিদদের নিজের মান উন্নত করায় অনাগ্রহ ও প্রযুক্তিগত ফল উত্পাদনে লাগানোর প্রচেষ্টা যথেষ্ট নয় । এর পাশাপাশি চীনে বিজ্ঞান ও প্রযুক্তিগত অগ্রগতি সাধনের পরিবেশেরও পরিবর্তন হয়েছে । সম্প্রতি প্রযুক্তিগত অগ্রগতি সংক্রান্ত পরিকল্পনা ও নীতি প্রণয়ন করা হয়েছে । পরিকল্পনা অনুসারে ২০২০ সালে চীন একটি সৃজনী শক্তিসম্পন্ন দেশে পরিণত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এ পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ১৪ বছর আগের বিজ্ঞান ও প্রযুক্তি আইন দেশের অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে খাপ খাচ্ছে না ।

    কিছু দিন আগে চীনের জাতীয় গণ কংগ্রেসের স্থায়ী কমিটির একটি সম্মেলনে চীনের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ওয়াং কান বিজ্ঞান ও প্রযুক্তি আইনের সংশোধন সম্পর্কে বলেছেন , চীনের বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতির সমস্যা সমাধান করা এবং চীনের প্রযুক্তিগত উন্নয়নের কৌশল ও নীতি নির্ধারণ করার জন্য বিজ্ঞান ও প্রযুক্তিগত আইন সংশোধন করা অত্যন্ত প্রয়োজনীয় ।

    চীনের বিজ্ঞান ও প্রযুক্তিগত অগ্রগতি সংক্রান্ত আইন বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রের একটি মৌলিক আইন । তাই সংশোধিত আইনে সৃজনী শক্তিসম্পন্ন নতুন ধরনের দেশ গড়ে তোলার কথা স্পষ্টভাবে সংযোজন করা উচিত । প্রযুক্তিবিদদের উত্সাহ দেয়ার জন্য খসড়া প্রস্তাবটিতে নতুন প্রযুক্তির মেধাস্বত্ব প্রযুক্তিবিদদের দেয়ার কথা উল্লেখ করা হয়েছে । ওয়াং কান বলেছেন , সরকারের আর্থিক বরাদ্দে সৃষ্ট নতুন প্রযুক্তির মেধাস্বত্ব যদি প্রতিরক্ষা , জাতীয় নিরাপত্তা ও ব্যাপক জনসাধারণের স্বার্থ সংশ্লিষ্টহয় , তবে সেই সব মেধাস্বত্ব দেশের অধীনে থাকবে , বাকিগুলো সৃষ্টিকারী প্রযুক্তিবিদের নামে দেয়া হবে । প্রযুক্তিবিদ সংশোধিত আইন অনুসারে নতুন প্রযুক্তি ব্যবহার করা সম্ভব হবে ।

    এ ছাড়া বৈজ্ঞানিক ও প্রযুক্তিবিদদের আগ্রহ বাড়ানোর জন্য খসড়া প্রস্তাবটিতে বলা হয়েছে , যে সব গবেষণার বিষয় কঠিন , অর্থাত্ প্রযুক্তিবিদরা নিরলস প্রচেষ্টা চালানোর পরও সম্পন্ন করতে পারেন না , প্রযুক্তিবিদরা সেই সব বিষয়ের গবেষণা শেষ করতে পারবেন । এই ধারা ব্যাপক বৈজ্ঞানিক ও প্রযুক্তিবিদদের সাধুবাদ পেয়েছে । তারা বলেন , সংশোধিত আইনে ব্যর্থতার ব্যাপারে যথেষ্ট উদারতা দেখানো হয়েছে ।

    শিল্পপ্রতিষ্ঠানগুলোর প্রযুক্তিগত মান উন্নত করার জন্য সরকার তহবিল প্রতিষ্ঠা ও সুবিধাজনক ঋণ দেয়াসহ নানা ব্যবস্থা নেবে । যে সব শিল্পপ্রতিষ্ঠান নতুন প্রযুক্তি গবেষণা ও ব্যবহারের কাজ সুসম্পন্ন করবে , সেই সব শিল্পপ্রতিষ্ঠান কর প্রদানের ক্ষেত্রে বেশি সুযোগসুবিধা পাবে ।

    প্রযুক্তিগত মান উন্নয়নের জন্য সরকার আর্থিক বরাদ্দ বাড়ানোরও ব্যবস্থা নেবে । এ সম্পর্কে ওয়াং কান বলেছেন , সংশোধিত আইনে সরকার বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে আর্থিক বরাদ্দ বাড়াবে । এ ক্ষেত্রের আর্থিক বরাদ্দ অন্য ক্ষেত্রের আর্থিক বরাদ্দের বেশি হবে । বৈজ্ঞানিক গবেষণা সংস্থা ও ল্যাবরেটারি এবং বিজ্ঞান ও প্রযুক্তিগত সম্পদ ব্যবহারের ক্ষেত্রে সরকার সমন্বয় করে একীভুত ব্যবস্থা নেবে । (ফোং সিউ ছিয়েন )