জার্মানীর চ্যান্সেলর এন্জেলা মার্কেল ২৯ আগষ্ট দুপুরে তাঁর আনুষ্ঠানিক চীন সফর শেষ করে জাপানের টোকিওয়ের উদ্দেশ্যে চিয়াংসু প্রদেশের রাজধানী নানচিং শহর থেকে রওয়ানা হয়েছেন।
মার্কেল ২৮ আগষ্ট বিকেলে নানচিং শহরে পৌঁছে তাঁর চিয়াংসু প্রদেশ সফর শুরু করেছেন। চিয়াংসু প্রদশ সফরকালে মার্কেল বলেছেন, চিয়াংসু প্রদেশের অর্থনীতির দ্রুত উন্নয়ন তার মনে গভীর ছাপ ফেলেছে। চীনের বাজারে বিরাট প্রাণশক্তি রয়েছে। তিনি আশা করেন, ভবিষ্যতে পরিসেবা ও পণ্য-বিনিময় শিল্পে জার্মানী চীন এবং চিয়াংসু প্রদেশের সঙ্গে আরো বেশী সহযোগিতা চালাতে ইচ্ছুক।
চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়াপাওয়ের আমন্ত্রণে মার্কেল ২৬ আগষ্ট পেইচিংয়ে পৌঁছে তাঁর চীন সফর শুরু করেছেন। সফরকালে চীনের প্রেসিডেন্ট হু চিনথাও, জাতীয় গণ কংগ্রসের স্থায়ী কমিটির চেয়ারম্যন উ পাংকুও এবং প্রধানমন্ত্রী ওয়েন চিয়াপাওয়ের সঙ্গে বৈঠক করেছেন। (লিলি)
|