বিশ্ব প্রাকৃতিক তহবিল ২৮ আগস্ট ইইউ কমিশনের পরিবেশ সংরক্ষণ সংক্রান্ত একজন সদস্য স্টাভরোস দিমাসকে চিঠি পাঠিয়ে, ইইউ'কে চীনের রপ্তানি জ্বালানী সাশ্রয় বাতির ওপর ডামপিং বিরোধী কর আদায় পুনরায় বাতিল করার তাগিদ দিয়েছেন।
চিঠিতে এই তহবিল বলেছে, চীন থেকে আমদানী জ্বালানী সাশ্রয় বাতি ঐতিহ্যগত তাপোজ্জ্বল বাতির চেয়ে ২০ শতাংশ জ্বালানী সাশ্রয় হয়। যদি ইইউ'র সকল পরিবার জ্বালানী সাশ্রয় বাতি ব্যবহার করে, তাহলে ৬০ শতাংশের পরিবারিক বিদ্যুত ব্যবহার কমবে। সুতরাং প্রতি বছর ইইউ ২.৩ কোটি টন কারবনডাই-অক্সাইড নিঃসরন কমাতে সক্ষম হবে।
চিঠিতে এই তহবিল আরো বলেছে, বাস্তব অবস্থা থেক দেখা যায়, ইইউ উত্পাদিত জ্বালানী সাশ্রয় বাতি স্থানীয় ভোক্তাদের চাহিদা মোটাতে পারে না। সুতরাং চীনের জ্বালানী সাশ্রয় বাতির কাছ থেকে অব্যাহতভাবে ডামপিং বিরোধী কর আদায় করলে বিভিন্ন পক্ষের জন্য অনুকূল হবে না।
(খোং চিয়াচিয়া)
|