চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিউ চিয়ানছাও ২৮ আগষ্ট পেইচিংয়ে সংবাদদাতাদের এক প্রশ্নের উত্তরে বলেছেন, মার্কিন সরকার সম্প্রতি বারবার তাইওয়ান প্রশাসনের জাতিসংঘে যোগদানের জন্য গণভোট আয়োজনের বিরোধিতা করেছে বলে চীন তার প্রশংসা করে।
একজন সংবাদদাতার প্রশ্ন ছিল, খবরে জানা গেছে, মার্কিন স্থায়ী সহকারী পররাষ্ট্র মন্ত্রী জোন ডি.নেগরোপন্টে সম্প্রতি যুক্তরাষ্ট্রের তাইওয়ান প্রশাসনের জাতিসংঘে যোগদানের জন্য গণভোট আয়োজনের বিরোধিতার কথা পুনরায় জোর দিয়ে বলেছেন। তিনি মনে করেন যে, এই আচরণ হচ্ছে তাইওয়ানের স্বাধীন হওয়ার কথা ঘোষণা এবং তাইওয়ান প্রণালীর বর্তমান অবস্থার পরিবর্তনের একটি পদক্ষেপ। এ প্রসঙ্গে চীনের মন্তব্য কি?
লিউ চিয়ানছাও বলেন, সংশ্লিষ্ট বক্তব্যের প্রতি চীনের মনোযোগ আকৃষ্ট হয়েছে। মার্কিন সরকার তাইওয়ান প্রশাসনের জাতিসংঘে যোগদানের জন্য গণভোটের বিরোধিতার যে অবস্থান নিয়েছে, চীন তার প্রশংসা করে। স্বাধীন তাইওয়ানের বিরোধিতা এবং দমন করা তাইওয়ানের প্রণালী এবং এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা সুরক্ষার জন্যে খুব গুরুত্বপূর্ণ। এটি চীন ও যুক্তরাষ্ট্রের অভিন্ন স্বার্থের সঙ্গে সঙ্গতিপূর্ণ। ছেন শুইবিয়ান প্রশাসনের জাতিসংঘে যোগদানের জন্যে গণভোটসহ স্বাধীনতার তত্পরতা জনপ্রিয়তা পাবে না এবং অবশ্যই তা ব্যর্থ হবে। (লিলি)
|