ইরাকের নিরাপত্তা বিভাগ ২৮ আগষ্ট জানিয়েছে, ইরাকের দক্ষিণাঞ্চলের কারবালা শহরের পুলিশের সঙ্গে এদিন সশস্ত্র ব্যক্তিদের সংঘর্ষ হয়েছে। এ পর্যন্ত এতে কমপক্ষে ৫২ জন নিহত এবং ২০৬ জন আহত হয়েছেন।
ইরাকের নিরাপত্তা বিভাগের একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেছেন, এদিন শিয়া সম্প্রদায়ের কয়েক মিলিয়ন তীর্থযাত্রী কারবালা শহরে তীর্থযাত্রার আয়োজন করে। কতিপয় সশস্ত্র ব্যক্তিতীর্থযাত্রী দলের মধ্যে মিশে গিয়ে স্থানীয় পুলিশের সঙ্গে তুমুল গুলি বিনিময় করেছে। স্থানীয় নিরাপত্তা বিভাগ শিগগিরি সান্ধ্য আইন জারি করে করে শহরের কেন্দ্র থেকে শিয়া সম্প্রদায়ের তীর্থযাত্রীদের অণ্যত্র স্থানান্তরের কাজ শুরু করে।
স্থানীয় গণ মাধ্যম সূত্রে জানা গেছে, পুলিশের সঙ্গে গুলি বিনিময় করা সশস্ত্র ব্যক্তিরা হচ্ছে ইরাকের শিয়া সম্প্রদায়ের মিলিশিয়া-বাহিনীর মাহদি বাহিনীর সদস্য। এ সময় তারা অস্ত্রশস্ত্র নিয়ে তীর্থযাত্রীদের তত্পরতায় অংশ নেয়ার অপচেষ্টা চালাচ্ছিল। কিন্তু পুলিশ সময়মত তা প্রতিহত করে। এরপর দু'পক্ষের মধ্যে গুলি বিনিময় ঘটেছে। (লিলি)
|