v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-08-29 18:37:34    
চীন এই প্রথমবার আবর্তনশীল অর্থনীতি আইন প্রণয়ন করেছে

cri
    সম্প্রতিচীনের সর্বোচ্চ আইন প্রণয়নকারী সংস্থা--চীনের জাতীয় গণ কংগ্রেসের স্ট্যান্ডিংকমিটির একটি অধিবেশনে বেশ কয়েকটি জ্বালানী সাশ্রয় ও পরিবেশ সংরক্ষণ সংক্রান্ত আইন পর্যালোচনা করা হয়েছে । এ কয়েকটি আইনের মধ্যে আবর্তনশীল অর্থনীতি সংক্রান্ত খসড়া আইনের উপর দৃষ্টি আকৃষ্ট হওয়াই স্বাভাবিক । কেননা , চীনে এই প্রথমবার আবর্তনশীল অর্থনীতি আইন প্রণয়ন করা হয় । এই আইন কার্যকর হলে চীনের জ্বালানী সম্পদের সদ্ব্যবহার , পরিবেশ সংরক্ষণ এবং অর্থনীতির টেকসই উন্নয়নের উপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে ।

    আবর্তনশীল অর্থনীতির অর্থ হলো উত্পাদন, মাল পরিবহন ও ব্যবহারের প্রক্রিয়ায় সম্পদ ও জ্বালানী সম্পদ সাশ্রয় হবে এবং চক্রাকারে ব্যবহার করা হবে । অর্থনীতির আবর্তনশীল উন্নয়ন ঐতিহ্যিক উন্নয়নের স্থাভিষিক্ত হবে , এই ধরনের অর্থনৈতিক উন্নয়ন টেকসই উন্নয়নের একটি পদ্ধতি ।

    চীনে সংস্কার নীতি কার্যকর হওয়ার পর থেকে চীনের অর্থনীতি ধীরগতিতে বৃদ্ধি পাচ্ছে । তবে অর্থনৈতিক উন্নয়ন এবং সম্পদের অভাব ও পরিবেশের দ্বন্দ্ব ক্রমেই প্রকট হচ্ছে । সম্পদের অতিরিক্ত ক্ষয় এই অবস্থা সৃষ্টির প্রধান কারণ । আবর্তনশীল অর্থনীতির ভূমিকা ও আবর্তনশীল অর্থনীতি আইন প্রণয়নের প্রয়োজনীয়তা সম্পর্কে চীনের জাতীয় গণ কংগ্রেসের পরিবেশ ও সম্পদ রক্ষা কমিটির ভাইস চেয়ারম্যান ফোং চি চুন বলেছেন , অর্থনৈতিক উন্নয়নে নতুন সম্পদ সৃষ্টি করা , দুষিত বায়ু ও পানির নিঃসরণ কমানো এবং অর্থনৈতিক কার্যকারিতা বাড়ানোর জন্যই আবর্তনশীল অর্থনীতি উন্নয়নের প্রচেষ্টা চালানো হচ্ছে । একীভূত ও সমন্বীত আইনগত কাঠামোতেই শুধু অর্থনীতি উন্নয়নের উপর জ্বালানী সম্পদ ও পরিবেশের সমর্থন এবং সম্পদ সাশ্রয় ও পরিবেশ উন্নয়নের উপর অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্য নিশ্চিত করা যায় । তাই আবর্তনশীল অর্থনীতি আইন প্রণয়ন অত্যন্ত প্রয়োজনীয় ।

    খসড়া আবর্তনশীল অর্থনীতি আইনের মূল লক্ষ্য হলো দুষিত বায়ু ও পানি নিঃসরণের পরিমান কমানো , সম্পদের চক্রাকার ব্যবহার এবং আবর্জনাকে কাজে লাগানো । সবাই জানেন , বিংশ শতাব্দীর শেষ পর্যায়ে জার্মানী , জাপান ও ই ইউসহ বিশ্বের শিল্পোন্নত দেশগুলোতে আবর্তনশীল অর্থনীতি আইন প্রণয়ন শুরু হয় । কিন্তু সেসব দেশের আবর্তনশীল অর্থনীতি আইনে প্রধানতঃ সম্পদের পুনর্ব্যবহার ও আবর্জনাকে কাজে লাগানোর উপর গুরুত্ব দেয়া হয় । এবার চীনের আবর্তনশীল অর্থনীতি আইনে দুষিত পানি ও বায়ুর নিঃসরণের পরিমান কমানোর উপর বেশি গুরুত্ব দেয়া হয়েছে । ফোং চি চুন বলেছেন , শিল্পোন্নত দেশগুলোর অভিজ্ঞতা নিয়ে ও চীনের বাস্তব অবস্থা বিশ্লেশণ করে এই আইন প্রণয়ন করা হয়েছে । তিনি বলেছেন , পাশ্চাত্য দেশগুলোর আবর্তনশীল অর্থনীতির প্রধান লক্ষ্য হলো আবর্জনাকে কাজে লাগানো । কিন্তু চীন এখন শিল্পের দ্রুত উন্নয়নের পর্যায়ে রয়েছে বলে জ্বালানী সম্পদের ক্ষয় কমানো এবং দুষিত পানি ও বায়ু নিঃসরণের পরিমান কমানোর উপর বিশেষ গুরুত্ব দেয়া উচিত , অর্থাত্ সম্পদের সদ্ব্যবহার ও সাশ্রয়ের উপর বেশি গুরুত্ব দেয়া উচিত । খসড়া আইনে লৌহ-ইসপাত,ধাতু ঢালাই , কয়লা ও তৈল শিল্পপ্রতিষ্ঠানগুলোতে জ্বালানী সম্পদ ও পানির ব্যবহারের পরিমান নির্ধারণ করা হয়েছে ।

    আবর্তনশীল অর্থনীতি উন্নয়নের জন্য শিল্পপ্রতিষ্ঠানগুলোকে উত্সাহ দেয়ার জন্য চীন সরকার এ ক্ষেত্রে আর্থিক বরাদ্দ বাড়ানো এবং কর কমানোর ব্যবস্থাও নিয়েছে । ফোং চি চুন বলেছেন ,আবর্তনশীল অর্থনীতি উন্নয়নের বিশেষ তহবিল প্রতিষ্ঠিত হবে এবং আবর্তনশীল অর্থনীতি উন্নয়নের জন্য আর্থিক সাহায্য ও কর কমানোর সুবিধা দেয়া হবে ।

    জানা গেছে , ২০০৫ সাল থেকে চীনে আবর্তনশীল অর্থনীতি আইন প্রণয়নের কাজ শুরু হয় । বর্তমানে দেশের বহু সংখ্যকলৌহ-ইসপাত ও রাসায়নিক শিল্পপ্রতিষ্ঠানগুলোতে এই আইণ পরীক্ষামূলকভাবে কার্যকর করা হচ্ছে । বিভিন্ন শিল্পে জ্বালানী সম্পদ সাশ্রয় এবং পরিবেশ সংরক্ষণের মানদন্ডগুলোও প্রণয়ন করা হচ্ছে । তিন শ'রও বেশি মানদন্ড আগামী বছর আইনে সংযোজন করা হবে ।