জাতিসংঘের মহাসচিব বান কি মুন ২৮ আগস্ট আন্তর্জাতিক সম্প্রদায়কে সশস্ত্র সংঘর্ষ প্রতিরোধের জন্য সাধ্যমত চেষ্টা করার আহ্বান জানিয়েছেন।
একই দিন সকালে নিরাপত্তা পরিষদে অনুষ্ঠিত সংঘর্ষ প্রতিরোধ সংক্রান্ত প্রকাশ্য তর্কবিতর্ক সভায় এক ভাষণে বান কি মুন বলেছেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত সংঘর্ষ প্রতিরোধের ক্ষেত্রে আরো বেশি সম্পদ দেয়া, মধ্যস্থতার সামর্থ্য জোরদার করা এবং রাজনৈতিক উপায়ে সংঘর্ষ নিরনন করা।
তিনি উল্লেখ করেছেন, গুরুতর সংঘর্ষের পিছনে সাধারণত জটিল রাজনৈতিক ও অর্থনৈতিক যোগাযোগ রয়েছে। এ ধরনের সংঘর্ষ প্রতিরোধ ও দমন করতে হবে। সমাজের রকমারিতাকে সম্মান করে সংযমী মনোভাবাপন্ন রাজনৈতিক নিষ্পত্তির প্রস্তাব নেয়া উচিত। তিনি আরো বলেছেন, সংঘর্ষ প্রতিরোধ করা টেকসই উন্নয়নের সঙ্গে খাপ খায়। সুতরাং জাতিসংঘের সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নের পথে অগ্রগতি অর্জন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
জাতিসংঘে চীনের সহকারী স্থায়ী প্রতিনিধি লিউ চেন মিন এই সভায় ভাষণদানকালে সংঘর্ষ প্রতিরোধ ও নিঃসরণের ক্ষেত্রে নিরাপত্তা পরিষদের ইতিবাচক ভূমিকা জোরদার করা এবং মহাসচিবের মধ্যস্থতা ও সমন্বয়কের ভূমিকা পালন করার আহ্বান জানিয়েছেন। (ইয়ু কুয়াং ইউয়ে)
|