ইস্রাইলের প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট ২৮ আগস্ট জেরুজালেমে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে বৈঠক করেছেন। তাঁরা ইস্রাইল-ফিলিস্তিন সম্পর্কের "মূল সমস্যা" নিয়ে আলোচনা করেছেন।
ইস্রাইলের প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র ডেভিড বাকের বৈঠকের পর বলেছেন, বৈঠকে দু'পক্ষ "অবশেষে ইস্রাইল ও ফিলিস্তানের জনগণের সহাবস্থান যোগ্য দুটি দেশ প্রতিষ্ঠা সংক্রান্ত মূল সমস্যা" নিয়ে আলোচনা করেছে। কিন্তু তিনি তথাকথিক "মূল সমস্যার" সম্পর্কে বিস্তারিত কিছু বলেন নি।
ইস্রাইলী তথ্য মাধ্যম জানিয়েছে, বৈঠকের বিষয়বস্তু চূড়ান্ত সীমারেখা ও জেরুজালেমের অধিকারসহ এর আগে ইস্রাইলের সর্বদাই এড়িয়ে যাওয়া ইস্রাইল-ফিলিস্তিনের সম্পর্কের কেন্দ্রীভূত সমস্যার সঙ্গে জড়িত। দু'পক্ষ এ প্রথমবারের মতো এই সমস্যাগুলো নিয়ে গভীরভাবে আলোচনা করেছে।
জানা গেছে, দু'পক্ষ অর্থনীতি ও নিরাপত্তা ক্ষেত্রের সহযোগিতা জোরদার করতেও একমত হয়েছে। এটা ছিল এই মাসে অনুষ্ঠিত ওলমার্ট ও আব্বাসের মধ্যকার দ্বিতীয় বৈঠক। (ইয়ু কুয়াং ইউয়ে)
|