২৭ আগস্ট মার্কিন নির্বাহী পররাষ্ট্র মন্ত্রী জন ডি নেগ্রোপোন্ট ওয়াশিংটনে চীনের হংকং ফীনিক্স টিভির বিশেষ সাক্ষাত্কার গ্রহণের সময় উল্লেখ করেছেন, তাইওয়ানের নাম জাতিসংঘে অন্তর্ভুক্তির ব্যাপার নিয়ে গণভোট করার বিষয়ের ওপর যুক্তরাষ্ট্র নিবিড় মনোযোগ দিচ্ছে। যুক্তরাষ্ট্র এই ধরনের গণভোটের বিরোধীতা করে। কারণ যুক্তরাষ্ট্র মনে করে, এটা হচ্ছে তাইওয়ান স্বাধীনতার দিকে এগিয়ে যাওয়ার একটি পদক্ষেপ।
নেগ্রোপোন্ট বলেছেন, "আমার মনে আছে, আগে চেন সুয়ে বিয়েন মার্কিন প্রেসিডেন্ট, আন্তর্জাতিক সম্প্রদায় ও তাইওয়ানী জনগণের কাছে প্রতিশ্রুতি দিয়েছেন যে, বর্তমান অবস্থা পরিবর্তনের জন্য তিনি এককভাবে কোন ব্যবস্থা নেবেন না। যেমন তাইওয়ানের আনুষ্ঠানিক নাম পরিবর্তিত হবে না।"
নেগ্রোপোন্ট আরো বলেছেন, তাইওয়ানের উত্তেজক অবস্থা এড়িয়ে চলা উচিত। "জাতিসংঘে অন্তর্ভুক্তি নিয়ে গণভোট করা" যুক্তরাষ্ট্রের চোখে একটি বড় ভুল। (ইয়ু কুয়াং ইউয়ে)
|