দক্ষিণ ভারতের হায়দরাবাদ শহরের পুলিশ ২৮ আগস্ট একজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে। ২৫ আগস্ট হায়দরাবাদে পর পর বহু বোমা বিস্ফোরণে অংশ নিয়েছে বলে তাকে সন্দেহ করা হচ্ছে।
আসাম প্রদেশের এই সন্দেহভাজনের নাম হচ্ছে মোহাম্মেদ আব্দুল্লাহ। তাকে হায়দরাবাদের কাছাকাছি সিকান্দারাবাদ শহরের একটি জনবহুল এলাকা থেকে গ্রেফতার হয়েছে। বর্তমানে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করছে।
এর পাশাপাশি, স্থানীয় পুলিশ ২০জন ভিসা উত্তীর্ণ বিদেশীকেও জিজ্ঞাসাবাদ করছে।
(খোংচিয়াচিয়া)
|