চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের উপমন্ত্রী ওই চিয়ান কোও ২৮ আগস্ট পেইচিংয়ে বলেছেন , আফ্রিকায় কর্মরত চীনের শিল্পপ্রতিষ্ঠানগুলোকে চীন ও আফ্রিকার স্বার্থের মিলনস্থল সম্প্রসারণের প্রচেষ্টা চালাতে হবে এবং আফ্রিকান দেশগুলোর স্বতন্ত্র উন্নয়নের ক্ষমতা বাড়ানোর ব্যাপারে সহায়তা করতে হবে ।
এদিন অনুষ্ঠিত আফ্রিকায় কর্মরত চীনের শিল্পপ্রতিষ্ঠানের কাজকর্ম সংক্রান্ত এক আলোচনা সভায় ওই চিয়ান কোও আরো বলেন , অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতার একটি প্রধান অবলম্বন হিসেবে আফ্রিকায় কর্মরত চীনের শিল্পপ্রতিষ্ঠানগুলোকে যেমন নিজেদের অর্থনৈতিক স্বার্থের কথা বিবেচনা করতে হবে , তেমনি চীনের প্রতিবিম্ব ও নিজেদের সামাজিক দায়িত্ব বিবেচনা করতে হবে । বেশি দেয়া এবং কম আদায় করার ভাবধারা গড়ে তুলতে হবে ।
আলোচনা সভায় অংশগ্রহণকারী চীনের শিল্পপ্রতিষ্ঠানগুলো একটি প্রস্তাবে আফ্রিকায় কর্মরত সকল চীনা শিল্পপ্রতিষ্ঠানের প্রতি আফ্রিকায় শ্রেষ্ঠ পণ্য ও পরিসেবা সরবরাহ করা , স্থানীয় অধিবাসীদের আরো বেশি কর্মসংস্থানের সুযোগ দেয়া এবং স্থানীয় শ্রমিকদের বেতন ও সুবিধা বাড়ানোর আহবান জানিয়েছে। (শি চিং উ)
|