"চীনের শহরাঞ্চলের পানি উন্নয়ন সংক্রান্ত দ্বিতীয় আন্তর্জাতিক সেমিনার" ২৮ আগস্ট পেইচিংয়ে শুরু হয়েছে। এশিয়া ও প্রশান্ত মহাসাগরিয় অঞ্চলের বিভিন্ন দেশের কর্মকর্তা , বিশেষজ্ঞ ও প্রতিনিধিসহ মোট এক হাজারেরও বেশি ব্যক্তিবর্গ এ সেমিনারে উপস্থিত ছিলেন।
এবারের সেমিনারের উদ্দেশ্য হচ্ছে বিদেশের উন্নত প্রযুক্তি ও সফল অভিজ্ঞতা শেখার মাধ্যমে চীনের পানি ক্ষেত্র উন্নয়নের সঙ্গে সংগতিপূর্ণ কৌশল ও পাল্টা ব্যবস্থা সম্পর্কে আলোচনা করা, যাতে চীনের শহরাঞ্চলের পানি বাজারায়নের সংস্কার ও শিল্পায়নের প্রক্রিয়াকে ত্বরান্বিত করা যায় এবং চীনের পানি শিল্পের প্রযুক্তির অগ্রগতি ও ব্যবস্থার উদ্ভাবন দ্রুত করা যায়।
চীনের অর্থনীতির উন্নয়ন ও নগরায়নের প্রক্রিয়া দ্রুত হওয়ার পাশাপাশি পানি সম্পদের ঘাটতি ও পানি চাহিদা বাড়ার মধ্যকার অসংগতি দিন দিন তীব্রতর হচ্ছে। এখন প্রতি বছর চীনে প্রায় ৪০ বিলিয়ন কিউবিকমিটার পানির ঘাটতি রয়েছে। এ ক্ষেত্রে প্রায় ৪০০টি শহরের পানি সরবরাহ যথেষ্ট নয়।
(ইয়ু কুয়াং ইউয়ে)
|