চীনের সেসরকারী দাতব্য সংস্থা - চে চিয়াং সবুজ সমভোগী তহবিল সংস্থা সোমবার কেনিয়ায় " সবুজ সমভোগী-মাসাই মারা বন্য পশু সংরক্ষণ তহবিল সংস্থা"এবং " সবুজ সমভোগী- নাইরোবী বিশ্ববিদ্যালয়ের বন্য পশু সংরক্ষণ সংক্রান্ত বৃত্তি প্রতিষ্ঠা করেছে ।
চীন পক্ষ ও কেনিয়া পক্ষের মধ্যে স্বাক্ষরিত স্মারকলিপি অনুসারে চীনের এ তহবিল সংস্থা এ বছর থেকে একটানা দশ বছর ধরে প্রতি বছর মাসাই মারা বন্য পশু সংরক্ষণ তহবিল সংস্থাকে ১ লাখ ৬০ হাজার ইউয়ান দান করবে । এ টাকাগুলো বন্য পশু সংরক্ষণের কাজে ব্যবহৃত হবে । ২০০৮ সাল থেকে চীনের এ সংস্থা একটানা দশ বছর ধরে প্রতি বছর নাইরোবী বিশ্ববিদ্যালয়ের বন্য পশু সংরক্ষণ সংক্রান্ত বৃত্তিকে ৮০ হাজার ইউয়ান দান করবে । এ টাকাগুলো বন্য পশু সংরক্ষণ বিভাগে পড়া দরিদ্র ছাত্রদের সাহায্যে ব্যবহৃত হবে ।
চীনের সবুজ সমভোগী শিক্ষা তহবিল সংস্থার প্রতিষ্ঠাতা , হুয়া লি গোষ্ঠীর চেয়ারম্যান ওয়াং লি ছেং বলেছেন , কেনিয়ায় কর্মরত চীনের একটি শিল্পপ্রতিষ্ঠান হিসেবে বন্য পশু সংরক্ষণের কাজে নিজের অবদান রাখার দায়িত্ব তার গোষ্ঠীর রয়েছে ।
|