চীনের পররাষ্ট্রমন্ত্রী ইয়াং চিয়ে ছি ২৭ আগস্ট ভারতের পররাষ্ট্রমন্ত্রী প্রণব মুখার্জিকে তারবার্তা পাঠিয়ে দক্ষিণ ভারতের হায়দারাবাদে সন্ত্রাসী হামলায় হতাহতের জন্য গভীর সমবেদনা জানিয়েছেন। একই দিন ইউরোপীয় ইউনিয়নের পালাক্রমিক চেয়ারম্যান রাষ্ট্র পর্তুগালও এক বিবৃতিতে বিস্ফোরণ ঘটনার নিন্দা করেছে এবং নিহতদের আত্মীয়স্বজনের প্রতি শোক ও সমবেদনা প্রকাশ করেছে।
তারবার্তায় চীনের পররাষ্ট্রমন্ত্রী ইয়াং চিয়ে ছি বলেছেন, ভারতের হায়দারাবাদ শহরে বিস্ফোরণ ঘটনায় বহু লোক হতাহত হয়েছে বলে জেনেছি। তিনি নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ করেন এবং নিহতদের আত্মীয়স্বজন ও আহতদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।
ই.ইউর বিবৃতিতে বলা হয়েছে, এ বিস্ফোরণ ঘটনা থেকে স্পষ্টভাবে প্রমাণিত হয়েছে, সন্ত্রাসবাদ হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশ ও গোটা মানবজাতির সম্মুখীন গুরুতর হুমকি। সন্ত্রাসবাদী আচরণের অভিযোগ হতে মুক্তি পাওয়ার কোন উপায় নেই। (ইয়ু কুয়াং ইউয়ে)
|