v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-08-28 11:44:14    
চীনের সংখ্যালঘু জাতির লোক সংগীত

cri

    চিংপো জাতি চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ইউনান প্রদেশে বসবাসকারী একটি সংখ্যালঘু জাতি। চিংপো জাতির লোকেরা নাচ-গানে পারদর্শী। বংশপরম্পরায় তাঁদের অনেক মনোরম লোকসংগীত সংরক্ষিত রয়েছে। এখন আপনারা চিংপো জাতির ধান কাটার সময় গাওয়া একটি গান শুনছেন। গানের সুর আনন্দময়, প্রাণবন্ত ও চিংপো জাতির গভীর বৈশিষ্ট্যপূর্ণ।

    শ্রমের গান হচ্ছে চীনের লোকসংগীতের একটি গুরুত্বপূর্ণ ধরন। শ্রমিকরা কাজের অবসরে গান গেয়ে গেয়ে বিশ্রাম নেন। এ ধরনের গানের সব শ্রমের সঙ্গেই ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। এখন শুনুন সালা জাতির একটি গান। এটা হচ্ছে কাঠ বহন করে নিয়ে যাওয়ার সময় গাওয়া গান।

    সালা জাতি চীনের উত্তর-পশ্চিম চীনের ছিংহাই ও কানসু প্রদেশে বসবাস করে। সালা জাতির উপন্যাস, গল্প,পৌরাণিক কাহিনীসহ মৌখিক সাহিত্য রয়েছে। এই মাত্র আপনারা সালা জাতির লোকেরা কাঠ বহনের সময় গাওয়া গানটি শুনেছেন। গানের কথা খুব সহজ, সাবলিল ও ছন্দোময়।

    লাখু জাতি হচ্ছে চীনের দক্ষিণ-পশ্চিমাংশের ইউনান প্রদেশের একটি সংখ্যালঘু জাতি। নাচ-গান করা হচ্ছে লাখু জাতির দৈনন্দিন জীবনের অংশ এবং সর্বাধিক আনন্দদায়ক বিষয়। বিয়ের অনুষ্ঠান, জন্মদিনের অনুষ্ঠান, কৃষি কাজকর্ম ও অতিথিদের অভ্যর্থনাসহ নানা কাজের জন্য সবসময়ই নাচ-গানের মাধ্যমে তাদের অনুভতি প্রকাশ করে থাকে। প্রাচীনকাল থেকে প্রচলিত গানগুলোর সুরে নতুন কথাও সংযোজিত হয়েছে। এখন শুনুন "যারা চা পান করেন" নামক লাখু জাতির একটি লোকসংগীত।

    গানের কথা এমনি, "তুমি চা পানকারী লোক, তুমি সাদা মেঘের মধ্যে চা বন দেখেছো? তুমি সাদা মেঘের গভীরে চা পাতা তোলা মেয়েটিকে চেনো? চা পাতা তোলার সময় মেয়েরা কত যে পরিশ্রম করেছে? না তোমার জানার দরকার নেই। তুমি কেবল মেয়েটির সুন্দর মনকে জানতে পারলেই যথেষ্ঠ।"

    তু জাতি চীনের ছিংহাই প্রদেশে বসবাস করে। তু জাতির লোকেরা সরল ও পরিশ্রমী। তাঁরা নাচ-গানে পারদর্শী। চলমান দীর্ঘ ইতিহাসে তু জাতির নিজের বৈশিষ্ট্য রীতিনীতি ও প্রথা প্রতিষ্ঠিত হয়েছে। তু জাতির সংগীতের মধ্যে রয়েছে পারিবারিক গান ও লোক সংগীত। এখানে পারিবারিক গান কেবল পারিবারিক পরিবেশেই গাওয়া যায়। যেমন "প্রশংসার গান", "জবাবের গান" ও "বিয়ের গান" ও আরো কিছু । লোকসংগীত মানে বাইরে গ্রামীন মানুষের গাওয়া গানগুলো। এ ধরনের গানের নাম "হুয়ার" বা "কিশোর"। এই ধরনের গানের সুর আর পারিবারিক গানের সুর অনেক ভিন্ন। এ ধরনের বেশির ভাগ গান হচ্ছে প্রেমের গান। এখন শুনুন তু জাতির একটি প্রেমের গান। গানের সুরে সুরে একটি সুন্দর মেয়ের প্রশংসা করা হয়েছে।

    বন্ধুরা, দাওর হচ্ছে উত্তর-পূর্ব চীনে বসবাসকারী একটি সংখ্যালঘু জাতি। দাওর জাতির লোকসংগীতের বৈশিষ্ট্য হচ্ছে অতি উচু স্বরের সুর ও পরিবর্তনশীল ছন্দ। পাহাড়ে কাজ করার সময় বা ভ্রমণের সময় দাওর জাতির লোকেরা পাহাড়ী গান গায়। এখন শুনুন দাওর জাতির একটি পাহাড়ী গান। গানের নাম "তোমার কথা মনে পড়ে"।

    গানের কথা এমনি, "বনের মধ্যে গান ভেসে বেড়াচ্ছে। আমি তাড়াতাড়ি ভেতরে প্রবেশ করি। আমি দেখতে পাই দু'জন প্রেমিক ও প্রেমিকা গান গাইছে। বড় ভাই, আমার এখন কিছু খাওয়ার ইচ্ছা নেই। কেবল, তোমার কথাই আমার মনে পড়ে।"

    মিয়াও জাতি হচ্ছে দক্ষিণ-পশ্চিম চীনে বসবাসকারী একটি সংখ্যালঘু জাতি। উত্সবের দিনে মিয়াও জাতির ছেলে- মেয়েরা উত্সবের সুন্দর সুন্দর পোষাক পড়ে বিশেষ জায়গায় গিয়ে নাচেন । তাদের নাচের তালে তালে উপস্থিত লোকজনেরাও নাচ করেন। এখন শুনুন মিয়াও জাতির একটি লোকসংগীত। গানের কথা এমনি, "পাহাড় ক্ষয়ে যায়। পানি বয়ে যায়। মিয়াও জাতির মেয়েরা নাচতে এসেছে। তাঁদের নাচ যেন বাজপাখির মধ্য সাগরে উড়ার মতো। মিয়াও জাতির সুখী জীবন নৃত্যের তালে তালের ফুটে উঠছে।" (ইয়ু কুয়াং ইউয়ে)