পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাসনিম আসলাম ২৭ আগস্ট নিয়মিত প্রেস ব্রিফিংয়ে সংবাদদাতার প্রশ্নের উত্তরে বলেছেন, পাকিস্তান নিজের ভূভাগে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান চালাতে অনুমোদন দেয় নি। পাকিস্তান ও যুক্তরাষ্টের মধ্যে এ ধরনের কোন চুক্তি নেই।
আসলাম বলেছেন, পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার উপর্যুক্ত সমঝোতা আছে বলে কেবল অনুমানপ্রসূত ধারণা রয়েছে। তিনি বলেছেন, পাকিস্তান আর যুক্তরাষ্ট্র এবং ন্যাটোর সহযোগিতা কেবল তথ্য ক্ষেত্রের সহযোগিতা ও সমন্বয়। নির্ভরযোগ্য তথ্য অনুযায়ী, পাকিস্তানে সামরিক অভিযান চালানো হচ্ছে পাকিস্তানের দায়িত্ব। পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্ত এলাকার আফগান পক্ষে সামরিক অভিযান চালানো হচ্ছে আফগানিস্তানে মোতায়েন আন্তর্জাতিক বাহিনী ও আফগান বাহিনীর দায়িত্ব। (ইয়ু কুয়াং ইউয়ে)
|