পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাসনিম আসলাম ২৭ আগস্ট নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বলেছেন, পারমাণবিক নিরোধক শক্তি হচ্ছে পাকিস্তানের রাষ্ট্রীয় নিরাপত্তার একটি অবিচ্ছেদ্য অংশ। ভারত "পারমাণবিক অস্ত্রের অবিস্তার চুক্তি" স্বাক্ষরকারী দেশ নয় বলে পাকিস্তানও এককভাবে তা স্বাক্ষর করবে না।
জাপানের প্রতিরক্ষা মন্ত্রী কৌকে ইউরিকো ২২ আগস্ট পাকিস্তান সফরকালে বলেছেন, পাকিস্তানের "পারমাণবিক অস্ত্রের অবিস্তার চুক্তি"-তে অন্তর্ভুক্ত হওয়া উচিত। জাপান সরকার অব্যাহতভাবে পাকিস্তান সরকারের সঙ্গে এই বিষয় নিয়ে আলোচনা করবে। এ প্রসঙ্গে আসলাম বলেছেন, "পারমাণবিক অস্ত্রের অবিস্তার চুক্তি"-তে অন্তর্ভুক্তির ব্যাপারে পাকিস্তানের স্পষ্ট অবস্থান আছে। এ ব্যাপারে পাকিস্তান পিছ পা হবে না।
আসলাম বলেছেন, এর আগে পাকিস্তান বহুবার ভারতের সঙ্গে "পারমাণবিক অস্ত্রের অবিস্তার চুক্তি" স্বাক্ষরের প্রস্তাব করেছে। কিন্তু প্রতিপক্ষের কাছ থেকে তারা কোন প্রতিক্রিয়া পায় নি। (ইয়ু কুয়াং ইউয়ে)
|