v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-08-27 20:58:49    
দক্ষিণ ভারতে বিস্ফোরণে ৪২জন নিহত

cri
**দক্ষিণ ভারতে বিস্ফোরণে ৪২জন নিহত

    দক্ষিণ ভারতের হায়দারাবাদ শহরে ২৫ আগষ্ট রাতে পর পর বহু বিস্ফোরণ ঘটেছে। ২৬ আগষ্টের খবরে প্রকাশ, এ পর্যন্ত কমপক্ষে ৪২জন নিহত এবং ৭০জনেরও বেশি আহত হয়েছে। আহতদের মধ্যে গুরুতর আহতদের সংখ্যা বেশি থাকায় নিহতদের সংখ্যা বাড়ার সম্ভাবনা রয়েছে।

    এদিন সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে হায়দারাবাদের লুম্বিনি পার্কের বাইরে নাট্যশালায় প্রথম বিস্ফোরণটি ঘটে। এতে কমপক্ষে ১০জন নিহত হয়। এর ১৫ মিনিট পর এ শহরের বিখ্যাত বাণিজ্যিক কেন্দ্র কোটির এক ফাস্টফুড রেসতোরাঁয় ঘটে দ্বিতীয় বিস্ফোরণ। এতে ৩২জন নিহত হয়েছে। পুশিল মনে করে, এদিন রাতে পর পর বিস্ফোরণ ঘটনা ছিল একটি সন্ত্রাসী হামলা।

    এ পর্যন্ত কোনো সংস্থা এ বিস্ফোরণের দায়িত্ব স্বীকার করে নি। হায়দারাবাদ শহরকে এখন সার্বিক সতর্ক অবস্থায় রাখা হয়েছে। এ শহরের কাছাকাছি অঞ্চল এবং ভারতের গুরুত্বপূর্ণ শহর নয়া দিল্লী ও মুম্বাইয়েও সতর্ক অবস্থা জোরদার করা হয়েছে।

    ভারতের প্রেসিডেন্ট প্রতিভা পাতিল, ভাইস প্রেসিডেন্ট হামিদ আনসারি ও প্রধানমন্ত্রী মনমোহন সিং ২৫ আগষ্ট রাতে পৃথক পৃথকভাবে এ বিস্ফোরণ ঘটনার নিন্দা করেছেন। তাঁরা জনগণকে ধৈর্য্য ধরার আহ্বান জানিয়েছেন।

**বাংলাদেশ সরকার সান্ধ্য আইন শিথিল করেছে

    বাংলাদেশ সরকার ২৪ আগস্ট জানিয়েছে যে, দেশের ছয়টি মহানগরে সান্ধ্য আইন জারীর পর আইন লঙ্ঘনের গুরুতর কোন ঘটনা ঘটে নি। তাই স্থানীয় সময় ২৪ আগস্ট সকাল আটটা থেকে রাত ১০টা পর্যন্ত সান্ধ্য আইন শিথিল করা হয়েছে। এর পর যথারীতি সান্ধ্য আইন অব্যাহত থাকবে।

    বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড.ফখরুদ্দিন আহমদ ২২ আগস্ট সন্ধ্যায় বলেছেন, সান্ধ্য আইন জারী একটি অস্থায়ী কর্মসূচী। পরিস্থিতি ভালো হলেই সরকার সান্ধ্য আইন তুলে নেবে।

**ভারত ও জাপান প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করবে

    ভারতের প্রতিরক্ষা মন্ত্রী এ কে অ্যান্টোনি ২৪ আগস্ট সফররত জাপানের প্রতিরক্ষা মন্ত্রী ইউরিকো কৌকের সঙ্গে সাক্ষাত করেছেন। দু'পক্ষ অধিকতরভাবে প্রতিরক্ষা কাজ জোরদার করার কথা প্রকাশ করেছে।

    ভারত সরকার এক তথ্য-বিবরনীতে বলেছে, অ্যান্টোনি ও ইউরিকো কৌকে সাম্প্রতিক বছরগুলোতে তাদের চলমান প্রতিরক্ষা সহযোগিতায় সন্তোষ প্রকাশ করেছেন। এর পাশা পাশি দু'দেশ সামুদ্রিক নিরাপত্তা, বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত গবেষণা ও উন্নয়ন এবং তথ্য বিনিময় ক্ষেত্রে জোরালো সহযোগিতা চালানোর ইচ্ছা প্রকাশ করেছে।

     বিবরীতে আরো বলা হয়েছে যে, দু'পক্ষ সন্ত্রাসদমন বিষয় নিয়ে আলোচনা করেছে। তাছাড়া, জাপানের কর্মকর্তাগণ ভারতের সামরিক ইন্সটিটিউটে প্রশিক্ষণ নেবেন এবং জাপান ভারতের প্রতিনিধিদের টোকিও প্রতিরক্ষা ফোরামে অংশ নেয়ার জন্য আমন্ত্রণ জানাবে।

**পাকিস্তানের নির্বাচন পরিকল্পনা অনুযায়ী অনুষ্ঠিত হবে

    পাকিস্তানের সংবাদ মাধ্যম ২২ আগস্ট বলেছে, পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ বলেছেন, পাকিস্তানের নির্বাচন সময়সূচী অনুযায়ী অনুষ্ঠিত হবে। এখনকার মত কোনো জরুরী ব্যবস্থা থাকবে না।

    মুশাররফ বলেছেন, পাকিস্তানে নির্বাচন সময় মতই অনুষ্ঠিত হবে। কারণ তিনি বিশ্বের কাছে নির্বাচনটি সময় মত, ন্যায্য ও স্বাধীনভাবে আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেছেন, সংসদের কার্য সময় বাড়ানো হবে না। এবং তা কারফিউ ও জরুরী অবস্থার কারণে অকার্যকর হবে।

    পাকিস্তানের এবারের সংসদ চলতি বছরের অক্টোবরের মাঝামাঝি অনুষ্ঠিত হবে। মুশাররফ বলেছেন, নতুন সংসদের নির্বাচন বর্তমানের সংসদের কার্যমেয়াদ শেষ হওয়ার পর অনুষ্ঠিত হবে। প্রেসিডেন্ট নির্বাচন সদস্য নির্বাচনের আগে অনুষ্ঠিত হবে।

**নেপালে প্রাকৃতিক দূর্যোগে ১৪৬ জন নিহত

     ২৭ আগস্ট নেপালের সরকারী তথ্য মাধ্যম "দি রাইজিং নেপাল" পত্রিকার খবরে প্রকাশ , গত জুলাই থেকে শুরু ঝড়-ঝণ্ঝার কারণে বন্যা ও পাহাড়ী ধসে এ পর্যন্ত ১৪৬ জন নিহত হয়েছে ।

    তবে নেপালের রেড ক্রস সোসাইটির প্রাথমিক পরিসংখ্যান উদ্ধৃত করে বলা হয়েছে , নেপালের ৭৫টি জেলার মধ্যে ৪৭টি জেলা বন্যা ও পাহাড়ী ধসে ক্ষতিগ্রস্ত হয়েছে । এর মধ্যে দক্ষিণ নেপালের পরিস্থিতি সবচেয়ে ভায়বহ । বন্যায় ৭০ হাজারেরও বেশি বাড়িঘর বিধ্বস্ত হয়েছে । দুর্গত লোকের সংখ্যা ৪.৬৭ লাখেরও বেশি। অনেক দুর্গত জনগণ এখন গণ ভবন , স্কুল ও মন্দিরে অবস্থান করছে এবং বন্যার পানি কমে যাওয়ার অপেক্ষা করছে , যাতে তারা নিজেদের বাড়ীতে ফিরে যেতে পারে ।

    পরিসংখ্যান থেকে আরো জানা গেছে , অব্যাহত বৃষ্টিতে সড়ক , সেতু ও স্কুলসহ বিভিন্ন অবকাঠামোর ক্ষতি হয়েছে । তাদের বন্যার পরে পুনর্বাসনের বিরাট সমস্যার সমাধানে সম্মুখীন হতে হবে ।(ইয়ু কুয়াং ইউয়ে)