চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাও ২৭ আগস্ট পেইচিংয়ে বলেছেন , জাতি সংঘের সংস্কারে ব্যাপক সদস্য দেশগুলোর মধ্যে পরিপূর্ণভাবে পরামর্শ করা এবং গণতান্ত্রিক আলোচনা করা প্রয়োজন । সংস্কারে বিভিন্ন পক্ষের স্বার্থের কথা বিবেচনা করা উচিত ।
সফররত জাতিসংঘ সাধারণ পরিষদের চেয়ারম্যান সিরজান করিমের সংগে সাক্ষাত্কালে ওয়েন চিয়া পাও বলেন , বহুমেরুকরণে অবিচল থাকলে এবং জাতি সংঘের ভূমিকা জোরদার করলেই কেবল আরো কার্যকরভাবে বিভিন্ন ধরণের হুমকী ও চ্যালেঞ্জের মোকাবিলা করা যাবে ।
|