v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-08-27 20:40:21    
চীন সার্বিকভাবে উত্পাদিত দ্রব্যের গুণগতমান ও খাদ্যদ্রব্যের নিরাপত্তা সমস্যা নিরসন করবে

cri
    চীন আগামী ৪ মাসের মধ্যে সার্বিকভাবে উত্পাদিতদ্রব্যের গুণগতমান ও খাদ্যদ্রব্যের নিরাপত্তা সমস্যা নিরসন করবে । চীনের উপপ্রধানমন্ত্রী উ ইর নেতৃত্বে একটি কর্ম-গ্রুপ চীন সরকার ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাজ সমন্বয় করার দায়িত্ব পালন করবে । ২৭ আগষ্ট চীনের রাষ্ট্রীয় পরিষদের তথ্য বিভাগের একটি সংবাদ সম্মেলন সূত্রে জানা গেছে , চীন উত্পাদিত দ্রব্যের গুণগতমান ও খাদ্যদ্রব্যের নিরাপত্তা সমস্যা নিরসন করার প্রচেষ্টা চালিয়ে চীনের তৈরী পণ্যেরমর্যাদা রক্ষা করবে ।

    সম্প্রতি বিদেশের বেশ কয়েকটি তথ্য মাধ্যম চীনের উত্পাদিতদ্রব্যের গুণগতমান ও খাদ্যদ্রব্যের নিরাপত্তা সমস্যা সম্পর্কে বিপুলভাবে নেতিবাচক খবর পরিবেশন করে আসছে । যদিও এর মধ্যে কিছু খবর শুধু প্রকাশের জন্যই বানানো হয়েছে এবং তা সত্য নয় । তবে এই খবরগুলোতে চীনের উত্পাদিতদ্রব্যের গুণগতমান ও খাদ্যদ্রব্যের নিরাপত্তা সমস্যার কথাও উল্লেখ করা হয়েছে । চীন সরকার এক দিকে মনোযোগের সঙ্গে সমস্যা জড়িত শিল্পপ্রতিষ্ঠানগুলোকে পুনর্বিন্যাস করে দিয়েছে , কিছু দায়িত্বশীল ব্যক্তিদের ফৌজদারী দিক থেকে শাস্তি দিয়েছে এবং অন্য দিকে সমস্যাগুলো মোকাবেলার জন্য নতুন ব্যবস্থা নিয়েছে ।

    ২৭ আগষ্ট এক তথ্য জ্ঞাপন সভায় চীনের রাষ্ট্রীয় গুণগতমান তত্ত্বাবধান ও পরীক্ষা এবং কোয়ারেন্টাইন ব্যুরোর মহা পরিচালক লি ছাং চিয়াং উত্পাদন দ্রব্যের গুণগতমান সম্পর্কেচীনের ৬টি ব্যবস্থা বর্ণনা করেছেন । তিনি বলেছেন , আমি মনে করি , চীন সরকার এক মাসের মধ্যে ৬টি গুরুত্বপূর্ণ ব্যবস্থা নিয়েছে । এথেকে পুরোপুরিভাবে প্রমাণিত হয়েছে যে , চীন সরকার উত্পাদিত দ্রব্যের গুণগতমান ও খাদ্যদ্রব্যের নিরাপত্তার ওপর অত্যন্ত গুরুত্ব দেয় । চীন সরকার একটি দায়িত্বশীল সরকার ।

    জানা গেছে , চীনের উত্পাদিত দ্রব্যের গুণগতমান ও খাদ্যদ্রব্যের নিরাপত্তা সম্পর্কে২৫ আগষ্ট আনুষ্ঠানিকভাবে চালু করা বিশেষ কার্যক্রমে কৃষিজাতদ্রব্য , প্রক্রিয়াকরণকৃত খাদ্য দ্রব্য , রেস্তোরাঁ, আমদানি-রপ্তানি দ্রব্য এবং মানুষের স্বাস্থ্যের নিরাপত্তা সম্পর্কিত দ্রব্য সহ মোট আট ক্ষেত্রকে পুনর্বিন্যাসের প্রধান ক্ষেত্র হিসেবে গ্রহণ করা হয়েছে । এ বছরের শেষ দিকে সারা দেশের বড় আর মাঝারী শহরের কৃষিজাত দ্রব্যের পাইকারী বাজার সবই গুণগতমানের নিরাপত্তা তত্ত্বাবধানে রাখা হবে ।শতকরা একশ ভাগ খাদ্যদ্রব্যপ্রক্রিয়াকরণ শিল্পপ্রতিষ্ঠানগুলোকে উত্পাদনের অনুমোদন নিতে হবে । পারিবারিক ব্যবহার্য বৈদ্যুতিক যন্ত্রপাতি ও শিশুর খেলনা সহ মানুষের স্বাস্থ্যের নিরাপত্তা সম্পর্কিত সব শিল্পপ্রতিষ্ঠানগুলোকে উত্পাদিত দ্রব্যের তথ্য তৈরী করতে হবে ।শত করা একশ ভাগ অবৈধভাবে আমদানীকৃত মাংস , ফল , বর্জ পদার্থ সহ নানা স্পর্শকাতর মাল ফেরত দিতে হবে বা ধ্বংস করতে হবে ।

    মিঃ লি ছাংচিয়াং এবারের বিশেষ কার্যক্রম সম্পর্কে আশাবাদী । তিনি বলেছেন , এবারের বিশেষ কার্যক্রম চার মাস ধরে চলবে । চার মাসের মধ্যে লক্ষ্যণীয় সাফল্য অর্জিত হতে হবে । এটা চীনের উত্পাদিত দ্রব্যের গুণগতমান ও খাদ্যদ্রব্যের নিরাপত্তার এক নতুন পর্যায়ে প্রবেশের পরিচায়ক হবে । যার ফলে বিশ্বের বিভিন্ন দেশ চীনের তৈরী ও চীনের উত্পাদিত পণ্যকে বিশ্বাস করবে ।

    চীনের তৈরী উত্পাদিত পণ্য চীনের শিল্পপ্রতিষ্ঠান এবং বিদেশের শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে জড়িত বলে চীনের তৈরী উত্পাদিত দ্রব্যের গুণগতমান উন্নত করা চীনের শিল্পপ্রতিষ্ঠান ছাড়া বিদেশী শিল্পপ্রতিষ্ঠানের দায়িত্বের সঙ্গেওসম্পর্কিত । যেমন যুক্তরাষ্ট্রের মাতেল কোম্পানি বিশ্বের আওতা থেকে যে ২ কোটি ২ লাখ খেলনা চেয়ে পাঠিয়েছে তার মধ্যে ৮৫ শতাংশ হল যুক্তরাষ্ট্রের ডিজাইন অনুযায়ী তৈরী । এই সব ডিজাইনে গুরুতর সমস্যা রয়েছে ।

    এর আগের একটি সংবাদ সম্মেলনেচীনের বাণিজ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেছিলেন , "চীনের তৈরী"র বাণিজ্যপদ্ধতির অর্ধেকের বেশি হল প্রক্রিয়াজাত বাণিজ্য, প্রক্রিয়াজাত বাণিজ্যের উত্পাদিত পণ্য সবই বিদেশী ব্যবসায়ীদের অনুরোধ ও আন্তর্জাতিক মানদন্ড

    আনুযায়ী উত্পাদিত । রপ্তানীর ৫৮ শতাংশ দ্রব্য বিদেশী অর্থবিনিয়োজিত শিল্পপ্রতিষ্ঠান রপ্তানি করেছে । এখন নিয়ম লংঘণকারী চীনা শিল্পপ্রতিষ্ঠানকে পুনর্বিন্যাস করার জন্য চীন বেশ কয়েকটি ব্যবস্থা নিয়েছে । সংশ্লিষ্ট বিদেশী কোম্পানি চীনের কোম্পানির সঙ্গে মিলে চীনের তৈরী উত্পাদিত দ্রব্যের গুণগতমান উন্নত করার চেষ্টা করবে বলে চীন আশা করে ।