চীনের প্রেসিডেন্ট হু চিন থাও ২৭ আগস্ট পেইচিংয়ে সফররত জার্মানীর চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেলকে বলেছেন , চীন জার্মানীর সংগে সম্মিলিত প্রচেষ্টা চালিয়ে দু দেশের বিশ্বব্যাপী দায়িত্বসম্পন্ন অংশীদারী সম্পর্ক জোরদার করতে ইচ্ছুক ।
হু চিন থাও বলেন , এ বছর হচ্ছে চীন ও জার্মানীর মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৩৫তম বার্ষিকী । অনুশীলন থেকে প্রমাণিত হয়েছে যে , পারস্পরিক সম্মান প্রদর্শন , সমতা ও পারস্পরিক কল্যাণ এবং সহযোগিতা ও অভিন্ন জয়লাভের ভিত্তিতে সুষ্ঠু চীন-জার্মান সম্পর্ক উন্নয়ন যেমন দুই দেশের জনগণের মৌলিক স্বার্থের সংগে সংগতিপূর্ণ , তেমনি চীন-ইউরোপ সম্পর্কের উন্নয়ন এবং বিশ্বের শান্তি ও উন্নয়নের পক্ষেও কল্যাণকর ।
হু চিন থাও বলেন , চীন জার্মানীর শীর্ষ পর্যায়ের উচিত ঘনিষ্ঠ সফর-বিনিময় বজায় রাখা এবং পরস্পরের গুরুত্বপূর্ণ ও কেন্দ্রীয় স্বার্থ বিবেচনা ও সম্মান প্রদর্শন করা ।
মার্কেল বলেন , জার্মান সরকার ভবিষ্যতেও এক চীনের নীতিতে অবিচল থাকবে এবং চীনের শান্তিপূর্ণ একীকরণের ব্রতকে সমর্থন দিয়ে যাবে ।
|