বর্তমানে চীনের গ্রামাঞ্চলে মোট ২ কোটি ২৬ লাখ গ্রামীণ পরিবার মিথেন গ্যাস ব্যবহার করছে। মিথেন গ্যাস ব্যবহারকারী চীনা কৃষকরা প্রাকৃতিক সভ্যতার সাফল্য ভোগ করতে পারছেন।
আগে চীনা কৃষকরা রান্নার জন্য পাহাড় গিয়ে কাঠ কাটতো। গ্রামঞ্চলে মিথেন গ্যাসের দ্রুত সম্প্রসারণের পাশাপাশি কৃষকদের জীবন-যাপনের ক্ষেত্রে বিদ্যুত্ ব্যবহারের সমস্যাও সমাধান করা হয়েছে। মানুষ ও পশুগুলোর মল দিয়ে মিথেন গ্যাস সৃষ্টি করে কিছু গ্রামাঞ্চলের স্বাস্থ্যকর পরিস্থিতির উন্নয়ন করা হয়েছে।
চীনের কৃষি মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, চীনের গ্রামঞ্চলের ৫৭ শতাংশেরও বেশী গ্রামীণ পরিবারে মিথেন গ্যাস ব্যবহার করা যুক্তিযুক্ত। এ বছর চীন সারা দেশের আওতায় ২৬ লাখ গ্রামীণ পরিবারকে বেছে নিয়ে দুষণমুক্ত পারিবারিক মিথেন গ্যাস তৈরী শুরু করবে। খবরে জানা গেছে, ২৬ লাখ গ্রামীণ পরিবার প্রধানত পশ্চিমাঞ্চল এবং খাদ্যশস্যের প্রধান উত্পাদনকারী অঞ্চল থেকে বেছে নেয়া হবে। মিথেন গ্যাস তৈরী ও পুণনির্মাণ ছাড়াও টয়লেট ও রান্না ঘরের পুনর্গঠন কাজ একই সময়ে ডিজাইন ও নির্মাণ শুরু করবে। (লিলি)
|