চীনের বিদেশী পুঁজি বিনিয়োজিত শিল্পপ্রতিষ্ঠান সমিতির পরিচালক শি কুয়াংশেং ২৭ আগষ্ট পেইচিংয়ে বলেছেন, সাম্প্রতিক বছরগুলোতে চীনে বিদেশী পুঁজি বিনিয়োজিত শিল্পপ্রতিষ্ঠানগুলো সামাজিক দায়িত্ব পালনের ক্ষেত্রে কার্যকরভাবে কাজ করেছে এবং অনেক সাফল্য অর্জন করেছে।
শি কুয়াংশেং চীনের বাণিজ্যমন্ত্রী ছিলেন। তিনি এদিন অনুষ্ঠিত চীনের বিদেশী পুঁজি বিনিয়োজিত শিল্পপ্রতিষ্ঠানগুলোর সামাজিক দায়িত্ব সংক্রান্ত এক ফোরামে এ কথা বলেছেন। জি এম, কোকা-কোলা, ইন্টেল, ফোকসওয়াগান এবং টোয়োটাসহ প্রায় ৩০টি বৃহত্তম বহুজাতিক শিল্পপ্রতিষ্ঠান ফোরামে চীনে তাদের সামাজিক দায়িত্ব পালনের তথ্য তুলে ধরেছে।
শি কুয়াংশেং বলেছেন, চীনে বিদেশী পুঁজি বিনিয়োজিত শিল্পপ্রতিষ্ঠানগুলো প্রযুক্তি, ব্যবস্থাপনা ও পুঁজিসহ বিভিন্ন সুবিধা ব্যবহার করে জ্বালানীসম্পদের কার্যকর ব্যবহার বাড়িয়েছে, আবর্তনশীল অর্থনীতির উন্নয়ন করেছে এবং দুষণের নিঃসরণ কমিয়েছে। তারা প্রযুক্তি ও তার কার্যকারীতা বাড়ানোর পাশাপাশি চীনের সমাজের সম্প্রীতিমূলক ও টেকসই উন্নয়নে অবদান রেখেছে। এটি হচ্ছে বিদেশী পুঁজি বিনিয়োজিত শিল্পপ্রতিষ্ঠানগুলোর সামাজিক দায়িত্ব পালনের গুরুত্বপূর্ণ বিষয় ও পদ্ধতি। তিনি আশা করেন, ভবিষ্যতে এসব শিল্পপ্রতিষ্ঠান চীনের বাজার অর্থনীতি ও সমাজের গণ কল্যাণমূলক কাজ ত্বরান্বিত করার ক্ষেত্রে আরো বেশী অবদান রাখতে পারবে। (লিলি)
|