২৭ আগষ্ট প্রকাশিত "প্রোফিল" নামের অস্ট্রিয়ার সর্বশেষ সাপ্তাহিক পত্রিকায় বলা হয়েছে, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার মহাপরিচালক মোহামেদ এম.আলবারদেই সম্প্রতি বলেছেন, তিনি বরাবরই সংলাপের মাধ্যমে ইরানের পরমাণু সমস্যা স্থায়ী সমাধানের উপায় খুঁজে বের করার পক্ষপাতী।
বারাদেই বলেছেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ইরানের উপর চাপ প্রয়োগ করে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ তত্পরতা বন্ধ করার জন্য ইরানকে বাধ্য করেছে। কিন্তু আন্তর্জাতিক শাস্তি আরোপের পাশাপাশি সরাসরি আলোচনাও করতে হবে।
বারাদেই ইরানের পরমাণু পরিকল্পনার কথা প্রকাশ্য প্রচারে সম্মত হয়েছে। তিনি বলেন, বর্তমানে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থাকে ইরানের পরমাণু পরিকল্পনার উন্নয়নের গোটা প্রক্রিয়াকে জানতে হবে। বারাদেই ইরান, তার প্রতিবেশী, ইস্রাইল এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সার্বিক নিরাপত্তা সংলাপ চালানোর আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত ইরানের অভ্যন্তরে সংলাপের পক্ষপাতী শক্তিদেরকে সমর্থন করা। (লিলি)
|