৩৪ দিন ধরে, ১০ হাজারেরও বেশী নটিক্যাল মাইল অব্যাহত নৌযাত্রার পর, চীনের নৌবাহিনীর দুটো জাহাজ ২৭ আগস্ট রাশিয়ার সেন্ট পিটারসবার্গে পৌঁছেছে। তারা সেখানে তাদের চারদিনব্যাপী বন্ধুত্বপূর্ণ সফর শুরু করেছে এবং অনুষ্ঠিতব্য 'চীন বর্ষ' তত্পরতায় অংশ নেবে।
নৌবাহিনীর এ দুটো জাহাজের মধ্যে 'কুয়াংচৌ' ক্ষেপণাস্ত্র ডেস্ট্রয়ার এবং 'ওয়েই শান হু' বহুমুখী ডিপো জাহাজ রয়েছে। এটা হচ্ছে রাশিয়ার সেন্ট পিটারসবার্গে চীনের সামরিক জাহাজের প্রথম সফর। এই নৌবহরের এটি ইউরোপের চারটি দেশ সফরের প্রথম যাত্রা বিরতি। মনে করা হচ্ছে এই নৌবহর ব্রিটেন, স্পেন ও ফ্রান্সও সফর করবে। মোট যাত্রা ৮৭ দিন চলবে।
(খোং চিয়া চিয়া)
|