চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের উপমন্ত্রী কাও হু ছেং বিদেশী ভোক্তাদের কাছে নিশ্চিন্তে চীনা পণ্য ব্যবহার করার পরামর্শ করেছেন ।
বিদেশী পত্র-পত্রিকায় চীনের পণ্যের গুণগত মান ও খাদ্যবস্তুর নিরাপত্তার উপর যে নেতিবাচক প্রতিবেদন প্রকাশিত হয়েছে , তার উপর মন্তব্য করে কাও হু ছেং বলেন , এ প্রতিবেদনগুলো তিন ভাগে বিভক্ত করা যায় । প্রথমত: নির্দিষ্ট কিছু ঘটনার উপর লেখা প্রতিবেদন। এসব প্রতিবেদনে বাস্তবিকভাবে চীনের কোনো কোনো রফতানিকারক শিল্পপ্রতিষ্ঠানের বিদ্যমান সমস্যা তুলে ধরা হয়েছে । এ প্রতিবেদনগুলো চীনা পক্ষকে ঘটনার আসল রূপ উদঘাটন করতে এবং সংস্কারমূলক ব্যবস্থা গ্রহণ করতে সহায়তা করবে । দ্বিতীয়ত: আপেক্ষিকভাবে বাস্তবভিত্তিক ও নিরপেক্ষ প্রতিবেদন । চীনা পক্ষ একেও স্বাগত জানায় এবং এর উপর সম্মান প্রদর্শন করে । তৃতীয়ত: চীনে তৈরি পণ্যের বিরুদ্ধে জঘণ্য অপবাদ । চীনা পক্ষ এ রকম অপবাদের দৃঢ়ভাবে বিরোধিতা করে ।
কাও হু ছেং বলেন , এ বছরের প্রথম ছয় মাসের অবস্থা অনুসারে চীনের রফতানি এখনো স্থিতিশীলভাবে বেড়েই বলেছে ।
|