v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-08-27 18:10:12    
চীন বেতার তরঙ্গ সনাক্তাকরণের প্রযুক্তি সংক্রান্ত গবেষণার কাজ  প্রচেষ্টা চলছে

cri
    এ ধরণের শব্দ আপনাদের নিশ্চয়ই অচেনা নয়। আমরা সুপারমার্কেট গেলে পণ্যগুলোর খরচ দেয়ার সময় এ ধরণের কোড স্ক্যানের স্বরধ্বনি শুনতে পাই । রেখা-সঙ্কেত প্রযুক্তির ব্যবহার ও পণ্যগুলোর সুষ্ঠু প্রশাসনে সংশ্লিষ্ট শিল্পপ্রতিষ্ঠানগুলোর জন্য বিরাট সুবিধা এনে দিয়েছে। এ রেখা-সঙ্কেত প্রযুক্তির পরিবর্তনকারী----বেতার তরঙ্গ সনাক্তকরণের প্রযুক্তি এখন চীন বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে সংশ্লিষ্ট গবেষণা ক্ষেত্রে প্রচেষ্টা চলছে। যাতে চীন স্বতন্ত্র মেধাস্বত্বসম্পন্ন বেতার তরঙ্গ সনাক্তকরণের সাজ-সরঞ্জাম নিয়ে গবেষণা করতে পারে। বন্ধুরা, আজকের " বিজ্ঞান ও জীবন" অনুষ্ঠানে আমরা এই বিষয় নিয়েই আলোচনা করবো:

    বেতার তরঙ্গ সনাক্তকরণের প্রযুক্তি ও রেখা-সঙ্কেত প্রযুক্তির মধ্যে বেশ কিছু মিল রয়েছে। তবে উভয়ের তুলনায় বেতার তরঙ্গ সনাক্তকরণের প্রযুক্তিই এখন বেশি সক্ষম । চীনের বিজ্ঞান ইন্সটিটিউটের সংশ্লিষ্ট বিভাগের বেতার তরঙ্গ সনাক্তাকরণের প্রযুক্তিবিষয়ক গবেষণা কেন্দ্রের উপপ্রধান লিউ ইয়ু বলেছেন:

    "বেতার তরঙ্গ সনাক্তকরণের প্রযুক্তি রেখা-সঙ্কেত প্রযুক্তির চেয়ে বেশি দ্রুত গতিতে যথেচ্ছভাবে সংশ্লিষ্ট তথ্য জানতে পারে। এমন কি, তার ব্যবহারযোগ্য সময় বেশি দীর্ঘ এবং তথ্য গ্রহণের আওতাও বেশি ।"

    তাছাড়া, তথ্য সম্বলিত যে কাগজ মোড়ক আঁটা থাকে তার বেতার তরঙ্গ সনাক্তকরণের প্রযুক্তিরও বিশেষ বৈশিষ্ট্য রয়েছে। যেমন পানি প্রতিরোধ, পুনরায় ব্যবহার এবং বেশি নিরাপদ । এর মাধ্যমে কাজে লাগানোর হারের অনেক উন্নতি হয়েছে।

    চীনের আনুষঙ্গিক ক্ষেত্রে বেতার তরঙ্গ সনাক্তকরণের প্রযুক্তি ইতোমধ্যেই বেশ কিছু ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে। এর মধ্যে সবচে' প্রতিনিধিত্বমূলক ক্ষেত্র হলো ডাক সার্ভিস পদ্ধতি। চীনের শাং হাই শহরে, ডাক পার্সেল শাং হাই'র পোষ্টাল অফিসের বিভিন্ন শাখা থেকে সংশ্লিষ্ট গ্রহণকারী কেন্দ্রে পাঠানোর মাধ্যমে বেতার তরঙ্গ সনাক্তকরণের প্রযুক্তি নিজেই এ পূর্ণাঙ্গ প্রক্রিয়ার সব তথ্য জানতে সক্ষম । চীনের ডাক গোষ্ঠী কোম্পানির বৈজ্ঞানিক গবেষণার কর্মসূচী নির্ধারণ বিভাগের উপপ্রধান লি সুয়ে ফিং আমাদের সংবাদদাতাকে বলেছেন:  

    " চীনের পোষ্টাল সার্ভিসের মোট ২০১টি শাখা পরীক্ষা কেন্দ্র রয়েছে। ইন্টারনেটের মাধ্যমে আমাদের ৬৬ হাজার সংস্থাও রয়েছে।বেতার তরঙ্গ সনাক্তকরণের প্রযুক্তি পোষ্টাল সার্ভিস ক্ষেত্রে ব্যবহৃত হওয়ার গুরুত্বপূর্ণ কারণ হলো আমাদের সংশ্লিষ্ট প্রশাসনের মান উন্নতির সঙ্গে সঙ্গে পরিসেবার গুণগত মানকেও উন্নত করা।"

    চীনের বেতার তরঙ্গ সনাক্তকরণ প্রযুক্তির উন্নয়ন বিশ্বের বিখ্যাত তথ্য শিল্পপ্রতিষ্ঠানগুলোর মধ্যে গুরুত্ব সৃষ্টি করেছে। মাইক্রোসফ্টের মাধ্যমে চীনের বেতার তরঙ্গ সনাক্তকরণ প্রযুক্তিসংক্রান্ত পরীক্ষাগারের প্রধান কর্মকর্তা সুন সিন বলেছেন, চীনের সংশ্লিষ্ট শিল্পপ্রতিষ্ঠানগুলো গভীরভাবে সহযোগিতা করবে বলে মাইক্রোসফ্ট কোম্পানি আশা প্রকাশ করেছে। তিনি আরো বলেছেন:

    " মাইক্রোসফ্ট চীনের বেতার তরঙ্গ সনাক্তকরণ প্রযুক্তির ইলেক্ট্রোনিক মোড়কের সংশ্লিষ্ট কর্মসূচীতে অংশ নিয়েছে এবং এ ক্ষেত্রে চীনের সংশ্লিষ্ট মানদন্ড নির্ধারণ সংস্থাসহ বিভিন্ন মহলের সহযোগিতামূলক অংশীদারের সঙ্গে যোগাযোগ বাড়াবে বলে আশা প্রকাশ করেছে। যাতে যৌথভাবে এ শিল্পের গভীর উন্নয়নকে ত্বরান্বিত করা যায়।

    তবে সংশ্লিষ্ট বিশেষজ্ঞগণ বলেছেন, বর্তমানে চীনের শিল্পপ্রতিষ্ঠান , বিশেষ করে মাঝারি ও ছোট আকারের শিল্পপ্রতিষ্ঠানগুলোর মধ্যে বেতার তরঙ্গ সনাক্তকরণ প্রযুক্তি ব্যবহার করার ক্ষেত্রেও বেশ কিছু বাধাও রয়েছে। এর মধ্যে সর্বোচ্চ বাধা হলো বেতার তরঙ্গ সনাক্তকরণের মোড়ক তৈরী সম্পর্কিত মূল্য। বেতার তরঙ্গ সনাক্তকরণের একটি পূর্ণাঙ্গ পদ্ধতি স্থাপনে কয়েক লাখ এমন কি কয়েক মিলিয়ন ইউয়ান লাগতে পাবে বলে অনুমান করা হচ্ছে। তবে রেখা-সঙ্কেত সংশ্লিষ্ট মোড়কের মূল্য সর্বোচ্চ হলো এক শো।

    পেইচিংয়ের একটি সুপারমার্কেটের একজন মালিকা থাং পিন বলেছেন, বেতার তরঙ্গ সনাক্তাকরণেরপ্রযুক্তি সুপারমার্কেটে ব্যবহার করলে , কম্পিউটারে সংশ্লিষ্ট পণ্যদ্রব্যের নাম এবং দামসহ সব দেখা যায়। একই সঙ্গে শুধু কয়েক সেকেন্ডেই সব হিসাব করা যায় বলে ক্রেতাদেরজন্য আরো বেশি সময় সাশ্রয় পাবে।সুতরাং, তিনি এ ক্ষেত্রের সংশ্লিষ্ট প্রযুক্তির মূল্য কমিয়ে দেয়া হবে বলে আশা প্রকাশ করেছেন। তিনি বলেন:

    " এটি নিশ্চিত হলে, আমার দোকানে বেশি পরিচারক-পরিচারিকা থাকার দরকার নেই। এর সঙ্গে সঙ্গে এটি ক্রেতাদের জন্যও এ সুবিধা বয়ে আনব ।"