আফ্রিকান ইউনিয়নের দার্ফুর সমস্যা বিষয়ক বিশেষ দূত সালিম আহমেদ সালিম ২৬ আগস্ট বলেছেন, সুদানের দার্ফুর এলাকার শান্তি সুদান সরকার, দার্ফুর এলাকার সকল সশস্ত্র সংস্থা , আফ্রিকান ইউনিয়ন এবং জাতিসংঘসহ সকলের সহযোগিতা ও সমন্বয় প্রয়োজন।
এদিন তিনি সুদানের পশ্চিম দার্ফুর প্রদেশের রাজধানী আল-গেনেইনায় গভর্ণর আবু আল-গাসিম ইমাম আল হাজ্ব- এর সঙ্গে সাক্ষাত্ করেছেন। তিনি বলেছেন, অক্টোবর অনুষ্ঠিতব্য দার্ফুর সমস্যা সংক্রান্ত আলোচনা হচ্ছে দার্ফুর শান্তিপূর্ণ চুক্তি স্বাক্ষরের বিরোধী সশস্ত্র সংস্থার সঙ্গে অনুষ্ঠিতব্য চূড়ান্ত আলোচনা।
গাসিম জোর দিয়ে বলেছেন, পশ্চিম দার্ফুর প্রদেশের নিরাপত্তা ও মানবিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। আফ্রিকান ইউনিয়ন ও জাতিসংঘ দার্ফুরের শান্তি বাস্তবায়নের প্রচেষ্টায় প্রদেশ সরকারকে সমর্থন করছে।(পান্না)
|