|
|
 |
| (GMT+08:00)
2007-08-27 17:32:15
|
|
হু চিন থাও অষ্ট্রেলিয়া সফর করবেন
cri
|
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিউ চিয়েন ছাও ২৭ আগস্ট ঘোষণা করেছেন, অষ্ট্রেলিয়ার গভর্ণর জেনারেল মিছেল জেফরি এবং প্রধানমন্ত্রী জন হওয়ার্ডের আমন্ত্রণে চীনের প্রেসিডেন্ট হু চিন থাও ৩ থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত অষ্ট্রেলিয়ায় রাষ্ট্রীয় সফর করবেন। এর পাশাপাশি তিনি সিডনিতে অনুষ্ঠিতব্য এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক সহযোগিতা সংস্থার ১৫তম নেতৃবৃন্দের অনানুষ্ঠানিক সম্মেলনে উপস্থিত থাকবেন।(পান্না)
|
|
|