জার্মানীর চ্যান্সেলর এনজেলা মার্কেল চীন আনুষ্ঠানিক সফরের উদ্দেশ্যে ২৬ আগস্ট রাতে পেইচিংয়ে পৌঁছেছেন।
জানা গেছে, মার্কেল সফরকালে চীনের প্রেসিডেন্ট হু চিন থাও, জাতীয় গণ কংগ্রেসের স্থায়ী কমিটির চেয়ারম্যান উ পাং কুও এবং প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাও তাঁর সঙ্গে বৈঠক করবেন। প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাও তাঁর সঙ্গে ২০০৭ থেকে ২০১০ সাল পর্যন্ত চীনে জার্মানীর বেশ কিছু সাংস্কৃতিক তত্পরতা "জার্মান- চীনের যৌথ উন্নয়ন"-এর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
পেইচিং ছাড়াও, মার্কেল নান চিং সফর করবেন।
প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাওয়ের আমন্ত্রণে মার্কেলের এবারের চীন সফর করবেন। এবার হচ্ছে তাঁর চ্যান্সেলর হওয়ার পর দ্বিতীয়বারের মত চীন সফর।(পান্না)
|