আফগানিস্তানের একজন কর্মকর্তা ২৫ আগস্ট স্বীকার করেছেন, আফগানিস্তানের দক্ষিণাংশের কান্দাহার প্রদেশ ও রাজধানী কাবুলে এ দিন পর পর তিন বার বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে মোট দশ জন নিহত ও ৯ জন আহত হয়েছে।
খবরে জানা গেছে, আফগানিস্তানের পুলিশ বাহিনীর একটি গাড়ীবহর এ দিন রাতে কান্দাহার প্রদেশের উত্তরাংশের শাহ ওয়ালিকোট অঞ্চলে সড়ক বোমা হামলার শিকার হয়। এতে ৮ জন পুলিশ নিহত এবং এক জন আহত হয়েছে।
আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, একই দিনে কান্দাহারে ন্যাটোর বাহিনীর পরিবহন গাড়ীর ওপরও সড়ক বোমা হামলা ঘটেছে। এতে দু'জন আফগান প্রহরী নিহত ও দু'জন আহত হয়েছে।
একই দিন কাবুলে বিদেশী গাড়ির ওপর একটি আত্মঘাতী বোমা হামলা ঘটেছে। এতে দু'জন বিদেশীসহ ছয় জন আহত হয়েছে। (ইয়ু কুয়াং ইউয়ে)
|