চীনের " শ্রমজনিত বিরোধের সমঝোতা ও বিচার সংক্রান্ত আইন" ২৬ আগস্ট আইন প্রণয়নের প্রক্রিয়ায় প্রবেশ করেছে । শ্রমজনিত বিরোধ নিরসনের ব্যবস্থা সুসংহত , সময়মত ও ন্যায়সংগতভাবে শ্রমজনিত বিরোধ নিরসন এবং শ্রমজীবীদের ন্যায্য অধিকার ও স্বার্থ সংরক্ষণের লক্ষ্যে এ আইন প্রণয়ন করা হয়েছে ।
গত শতাব্দির নব্বইয়ের দশকের গোড়ার দিকে চীনের প্রচলিত শ্রমজনিত বিরোধ নিরসন ব্যবস্থা চালু হয় । এ ব্যবস্থা অনুসারে শ্রমজনিত বিরোধ দেখা দিলে সংশ্লিষ্ট বিভাগ প্রথমে সমঝোতার চেষ্টা করে । সমঝোতার চেষ্টা ব্যর্থ হলে সালিশের ব্যবন্থা করা হয় । মক্কেল সালিশ মেনে না নিলে আদালতে মামলা দায়ের করতে পারেন । জানা গেছে , আলোচ্য খসড়া আইনটি মোটামুটি এ নীতি অনুসরণ করবে । তবে খসড়া আইনে যত দূর সম্ভব শ্রমজনিত বিরোধ তৃণমূলে নিরসনের উপর গুরুত্ব দেয়া হয়েছে ।
|