চীনের পশ্চিমাঞ্চলের মহা-উন্নয়ন কার্যকর শুরুর পর থেকে পশ্চিমাঞ্চলের বুনিয়াদী ব্যবস্থা নির্মাণে চীনের বিনিয়োগ মোট এক ট্রিলিয়ন ইউয়ান রেনমিনপিতে পৌঁছেছে।
বুনিয়াদী ব্যবস্থা দুর্বল বলে চীনের পশ্চিমাঞ্চলের উন্নয়ন বাধা গ্রস্থ হচ্ছে। ২০০০ সালে চীনে পশ্চিমাঞ্চলের মহা-উন্নয়ন কার্যকর শুরুর পর থেকে পরিবহন, জলসেচ, জ্বালানীসম্পদ ও টেলিযোগাযোগসহ মোট ৯০ টিরও বেশী বুনিয়াদী ব্যবস্থার মহা প্রকল্পের কাজ সম্পন্ন হয়েছে। এসব বুনিয়াদী ব্যবস্থার প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে পশ্চিমাঞ্চলের ৯৯ শতংশ শহর বা জেলায় বিদ্যুত্ ব্যবহার করা হয়েছে। কয়েক কোটি লোকের পানীয় জলের সমস্যা এবং পানীয় জলের নিরাপত্তা সমস্যারও সমাধান করা হয়েছে। পশ্চিমাঞ্চলের পরিবহণ ব্যবস্থাও স্পষ্টভাবেই ভালো হয়েছে।
পরিসংখ্যান থেকে জানা গেছে, গত বছরে চীনের পশ্চিমাঞ্চলের ১২টি প্রদেশ, স্বায়ত্তশাসিত অঞ্চল ও শহরের মোট উত্পাদন মূল্য এবং আঞ্চলিক আর্থিক আয়সহ প্রধান অর্থনৈতিক লক্ষ্যমাত্রার দ্রুত বৃদ্ধির প্রবণতা বজায় ছিল। (লিলি)
|